Mobile Dark Mode: ডার্ক মোড হল এক ধরনের কালো থিম, যার ওপর আপনি আপনার মোবাইলে ডার্ক এফেক্ট পাবেন। গবেষণায় দেখা গেছে, স্মার্টফোন ডার্ক মোডে ব্যবহার করলে ব্যাটারি কম খরচ হয়। সাধারণত আমরা মোবাইল স্ক্রিনে উজ্জ্বলতা বজায় রাখার কারণে ব্যাটারি বেশি খরচ হয়। ডার্ক মোড সামগ্রিকভাবে অপারেটিং সিস্টেম (OS) বা অ্যাপ্লিকেশনের রঙকে কালো করে দেয়। ডার্ক মোড চালু করলে শুধু ব্যাটারি সাশ্রয় হয় না, এটি আমাদের চোখের জন্যও ভালো। এক নজরে দেখে নেওয়া যাক ডার্ক মোডের সুবিধাগুলো।
Dark Mode Benefits: ডার্ক মোডের সুবিধা
স্মার্টফোনে ডার্ক মোড ব্যবহারের অনেক সুবিধা রয়েছে।
মোবাইলের উজ্জ্বলতা ভারসাম্য বজায় থাকে ডার্ক মোডে।
মোবাইলের ব্যাটারি কম খরচ হয়।
ডার্ক মোড চোখের জন্য ভালো।
ডার্ক মোড সহ মোবাইলে ফন্টগুলি ভাল দেখায়।
Mobile Dark Mode: কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে ডার্ক মোড চালু করবেন ?
আপনার মোবাইলে যদি Android 9.0 Pie সংস্করণ থাকে, তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করুন।
প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেটিংসে যান।
এবার ডিসপ্লেতে ট্যাপ করুন।
তারপর Advanced এ যান
এবার ড্রপ-ডাউন মেনুর নিচে ক্লিক করুন।
এখানে Device Theme অপশনে ক্লিক করুন।
এরপর ডার্ক অপশনে ক্লিক করুন।
শেষে আপনার মোবাইলে ডার্ক মোড চালু হয়ে যাবে।
দ্রষ্টব্য: আপনি যদি অন্য স্মার্টফোন ব্যবহার করেন, যাতে এই সেটিং নেই, যেমন:- স্যামসাংয়ে কাস্টম থিম ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে আপনার যদি Samsung বা অন্য কোনও মোবাইল থাকে, যাতে Android V9 আছে, তাহলে আপনার স্মার্টফোনে, আপনি সেটিংসে গিয়ে ডিসপ্লে অপশনে ডার্ক মোডের অপশন দেখতে পাবেন।
Airtel 5G: রিলায়েন্স জিও-র (Jio) পর ভারতে ইতিমধ্যেই ৫জি (5G) পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল (Airtel 5G)। মোট ৮টি শহরে ৫জি নেটওয়ার্ক লঞ্চ করেছে এই টেলিকম সংস্থা। তালিকায় রয়েছে- দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসী। সবচেয়ে অবাক করে দেওয়া বিষয় হল এয়ারটেলের ৫জি পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের ৪জি প্ল্যানের মতোই টাকা দিতে হবে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, ইউজারদের যে সিম রয়েছে সেখানেই ৫জি পরিষেবা পাবেন তাঁরা। আলাদা করে কোনও সিম নেওয়ার প্রয়োজন নেই। ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও গোপাল ভিত্তল একটি বিবৃতিতে একথা জানিয়েছেন। জিও-র মতোই পয়লা অক্টোবর থেকে নির্দিহশট ৮টি শহরে ৫জি পরিষেবা চালু হয়েছে। জানা গিয়েছে, এয়ারটেলের ইউজাররা নিজেদের এলাকাতেই (এই শহরগুলিতে) ৫জি নেটওয়ার্ক পাবেন। যদি দেখা যায় ৫জি পরিষেবা অতিরিক্ত ডেটা খরচ করিয়ে দিচ্ছে তাহলে পুনরায় ৪জি পরিষেবায় ফেরার সুযোগ পাবেন তাঁরা।
আরও পড়ুন : Airtel 5G Plus: ভারতে চালু এয়ারটেল ৫জি সার্ভিস, ৪জি প্ল্যানের খরচেই পাওয়া যাবে সুবিধা