Whatsapp Features: হোয়াটসঅ্যাপ (Whatsapp) ইউজারদের জন্য সুখবর। এবার ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে কাস্টোমাইজেবল অবতারের (Customisable Avatar) অপশন। অর্থাৎ ফেসবুকে (Facebook Avatar) যেমন আপনি নিজের ইচ্ছে মতো অবতার বানিয়ে নিতে পারেন, তেমনটাই এবার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারেও (Whatsapp Profile Picture) ব্যবহার করা যাবে। ইউজারদের এই দারুণ সুযোগ দিতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ২০২০ সালে মেটা (Meta) সর্বপ্রথম কাস্টোমাইজেবল অবতারের ফিচার চালু করেছিল ফেসবুকে। এরপর চলতি বছরের শুরুর দিকে কাস্টোমাইজেবল থ্রিডি অবতারের ফিচার রোল আউট করা হয়েছে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং কোয়েস্টের ক্ষেত্রে। এবার মেটা অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও এই ফিচার চালু হবে বলে শোনা গিয়েছে।


WABetaInfo- হোয়াটসঅ্যাপ ফিচারের এই ট্র্যাকার সম্প্রতি জানিয়েছে, হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে অবতার প্রোফাইল পিকচার ফিচার। একটি স্ক্রিনশটও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। WABetaInfo ব্লগ সাইটের তরফে যে স্ক্রিনশট শেয়ার করা হয়েছে সেখানে দেখা গিয়েছে যখন ইউজারদের জন্য এই ফিচার রোল আউট শুরু হবে তখন এই নির্দিষ্ট অবতারগুলো ইউজাররা হোয়াটসঅ্যাপে তাদের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবেন। তাছাড়াও ব্যাকগ্রাউন্ড রঙ বেছে নেওয়ার সুযোগও থাকবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে নয়, স্টিকার হিসেবে চ্যাটেও ব্যবহার করা যাবে এইসব অবতার। এখন এই ফিচার রয়েছে আই-মেসেজের ক্ষেত্রে (আইফোনের ফিচার)। এর পাশাপাশি ভিডিও কল করার সময় চাইলে ইউজাররা এইসব অবতার মাস্ক বা মুখোশ হিসেবেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ভিডিও কলের সময় ইউজাররা চাইলে নিজেদের মুখ লুকিয়ে রাখতে পারবেন। অথচ তাদের চারপাশ একদম ঠিকভাবে দেখা যাবে।


তবে ভিডিও কলের ক্ষেত্রে কাস্টমাইজেবল অবতার ফিচার চালু হবে ভবিষ্যতে কোনও দিন। কবে সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। এমনকি প্রোফাইল পিকচার হিসেবে কবে থেকে এই কাস্টোমাইজেবল অবতার ব্যবহার করা যাবে তারও নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা গিয়েছে হোয়াটসঅ্যাপের সমস্ত মাধ্যমেই অর্থাৎ অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েবম ডেস্কটপ সমস্ত ভার্সানেই এই ‘অবতার’ ফিচার চালু হবে। বিটা টেস্টারদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এই ফিচারের রোল আউট শুরু হবে বলেও শোনা গিয়েছে। ইউজারদের সুবিধার জন্য প্রায়ই নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার এই কাস্টমাইজেবল অবতারের ফিচার আনতে চলেছে মেটা অধিকৃত মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপ।


আরও পড়ুন- রিলায়েন্স জিওর নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান, ৭৫০ টাকায় কী কী সুবিধা পাচ্ছেন, দেখে নিন