Whatsapp: হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য আসতে চলেছে নতুন একটি ফিচার (Whatsapp Features)। শোনা গিয়েছে, ইতিমধ্যেই নতুন এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই নতুন ফিচারের সাহায্যে ইউজাররা তাদের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যা বর্তমানে রয়েছে সেটাই আর একটি ফোনে ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘কম্পানিয়ন মোড’ (Companion Mode)। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo সম্প্রতি জানিয়েছে যে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই কম্পানিয়ন মোড নিয়ে কাজকর্ম শুরুও হয়ে গিয়েছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট চারটি ডিভাইসে লিঙ্ক বা যুক্ত করার সুবিধা রয়েছে। অর্থাৎ ইউজাররা চাইলে মোবাইলের পাশপাশি অন্য একটি ল্যাপটপ বা ট্যাবলেটে অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। তবে একটি ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য ফোনে খোলা যাবে না। যদিও হোয়াটসঅ্যাপ ক্লোনিং- এর মাধ্যমে একটি ফোনে আপনি দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে ব্যবহারের সুযোগ পাবেন।
নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা যখন শুরু হয়ে গিয়েছে, তখন হোয়াটসঅ্যাপের কম্পানিয়ন মোড সব ইউজারের জন্য খুব তাড়াতাড়ি চালু হবে বলে মনে করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের কম্পানিয়ন মোডের সাহায্যেও দুটোর বেশি ডিভাইসে আপনি আপনার বর্তমান থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে সেকেন্ডারি ডিভাইসটি ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাব হওয়ার প্রয়োজন নয়। ফোনেও ব্যবহার করা যাবে। প্রথম ফোনের পাশাপাশি সেকেন্ডারি ফোনেও যখন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করবেন তখন সমস্ত চ্যাট এবং ডেটা স্থানান্তর হবে। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী সংস্থা টেলিগ্রামে ইতিমধ্যেই এই ফিচার রয়েছে। এবার হোয়াটসঅ্যাপেও চালু হতে চলেছে। তবে কবে এই ফিচার সব ইউজারের জন্য চালু হবে তার কোনও নিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের কম্পানিয়ন মোড একসঙ্গে চারটি ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশন দেবে।
হোয়াটসঅ্যাপের নতুন কম্পানিয়ন মোড v2.22.23.18 beta version- এর অ্যান্ড্রয়েড ডিভাইসে পরীক্ষা নিরীক্ষা করা শুরু হয়েছে। এই আপডেটের সাহায্যে একই সময়ে একটিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো বা তার বেশি ফোনে সংযুক্ত করা যাবে। এর পাশাপাশি চারটি আলাদা আলাদা ডিভাইসে একই সময়ে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করার অপশন বর্তমানে চালু রয়েছে। আপাতত অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচারের টেস্টিং শুরু হয়েছে। অনুমান খুব তাড়াতাড়ি আইওএস ভার্সানেও হোয়াটসঅ্যাপের কম্পানিয়ন মোডের টেস্টিং শুরু হবে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ গ্রুপে ২৫৬-র বেশি সদস্য, নোটিফিকেশন 'মিউট' করে দেবে কর্তৃপক্ষ