Whatsapp Data Leak: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। প্রচুর ইউজার রয়েছে এই অ্যাপের। সম্প্রতি তাঁদের জন্য যথেষ্ট চিন্তার একটি তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে ৫০০ মিলিয়নেরও বেশি হোয়াটসঅ্যাপ ইউজারের ডেটা ইন্টারনেটে ফাঁস (Whatsapp Data Leak) হয়ে গিয়েছে। সেই সঙ্গে শোনা গিয়েছে যে হ্যাকাররা যথেষ্ট সস্তায় এইসব তথ্য বিক্রি করছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে হোয়াটসঅ্যাপ ইউজারদের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ ডেটার সঙ্গে ইউজারের ফোন নম্বর যুক্ত থাকে। Cybernews- এর রিপোর্ট অনুসারে একজন হ্যাকার ৫০০ মিলিয়নেরও বেশি হোয়াটসঅ্যাপ ইউজারের ডেটা বিক্রির জন্য একটি হ্যাকিং ফোরামে পোস্ট করেছে। বিভিন্ন দেশের হোয়াটসঅ্যাপ ইউজারের তথ্য রয়েছে এই তালিকায়।
Cybernews- এর রিপোর্টে আরও বলা হয়েছে যে Actual Data- তে ৪৮৭ মিলিয়ন ইউজারের নাম রয়েছে এবং তা কোনও অংশেই কম নয়। ৮৪টি দেশের ইউজারদের তথ্য ফাঁস হয়েছে। এই তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, মিশর এবং ভারতেরও বেশ কিছু ইউজার। মিশরে প্রভাব পড়েছে ৪৫ মিলিয়ন ইউজারের উপর। ইতালিতে সংখ্যাটা ৩৫ মিলিয়ন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৩২ মিলিয়ন ইউজারের তথ্য ফাঁস হয়েছে। বিভিন্ন দেশ অনুসারে ইউজারদের হোয়াটসঅ্যাপ ইউজারদের ডেটার দাম ধার্য করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেটা পাওয়া যাচ্ছে ৭০০০ ডলার- ভারতীয় মুদ্রায় প্রায় ৫,৬১,৮০০ টাকায়। ব্রিটেনের ক্ষেত্রে ২০০০ ডলার- ভারতীয় মুদ্রায় ১,৬১,৮০০ টাকা। আর জার্মানির ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজারদের ডেটা কেনা যাবে ২৫০০ ডলার- ভারতীয় মুদ্রায় ২,০৪,১০০ টাকায়। কীভাবে হ্যাকারের হাতে এতজন হোয়াটসঅ্যাপ ইউজারের তথ্য এসেছে তা জানা যায়নি।
এর আগে ফেসবুক ইউজারদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। সেখানেও হ্যাকাররা দাবি করেছিল যে বিপুল সংখ্যক ফেসবুক ইউজারের ডেটা ফাঁস হয়ে গিয়েছে এবং তা বিক্র করা হচ্ছে। মেটা অধিকৃত মাধ্যম হয়াটসঅ্যাপের ক্ষেত্রেও তাই-ই হয়েছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ ইউজারদের নম্বর বর্তমানে হ্যাকারদের কাছে প্রতারণা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপে অজানা অচেনা নম্বর থেকে অনেকসময়েই মেসেজ আসে এবং সেখানে কিছু লিঙ্ক দেওয়া হয়। ভুলবশত এই লিঙ্কে ক্লিক হয়ে গেলেও বিরাট প্রতারণার শিকার হতে পারেন আপনি। অতএব এই জাতীয় মেসেজ দেখা থেকে বিরত থাকুন। কিছুদিন আগে বিশ্বজুড়ে ডাউন ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা, প্রায় দু'ঘণ্টা বন্ধ ছিল পরিষেবা। সেই সময়েও বিশেষজ্ঞদের একাংশ হ্যাকারদের হানা হয়েছে বলে অনুমান করেছিলেন।
আরও পড়ুন- ট্যুইট করার ক্ষেত্রে বাড়তে পারে ক্যারেক্টার সংখ্যা, আভাস দিলেন ইলন মাস্ক