নয়া দিল্লি: উৎসব আবহে বড় স্বস্তি। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমল। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৬ জন। যা গত ২০৯ দিনের মধ্যে সর্বনিম্ন। 


দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু তবে কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৬৩ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ২৬০ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৯০২। এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার ৮৮৬ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৬৩৯ জন।  


আরও পড়ুন, রাউটার বিভ্রাটে ফেসবুকে বিপর্যয়, কোটি কোটি ডলার ক্ষতি জুকারবার্গের


পাশাপাশি কেরলে সংক্রমণ কমেছে অনেকটাই। অগাস্টে ওনামের সময় সেখানে দৈনিক সংক্রমণ ছিল ৩০ হাজার। মঙ্গলবার তা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৫০ জনের। একদিনে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। দক্ষিণের রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ লক্ষ ২৯ হাজার ৮৩, মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৫২৬। 


আরও পড়ুন, 'করোনা থেকে নিরাময়ের ওষুধ' Molnupiravir কতটা কার্যকরী? কবে আসবে বাজারে ?


রাজ্যেও একধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬০১ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৭২ জন। সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২.২৭ শতাংশ। বাংলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৭৮ হাজার ৮৪১ জন।। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৪৪ হাজার ৪০০। অ্যাক্টিভ রোগীর সংখ্যা সামান্য বেড়ে হয়েছে ৭ হাজার ৬০৪ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৩২ শতাংশ।