নয়াদিল্লি: ২০২২ সালে কবে অনুষ্ঠিত হবে 'দ্য ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস' (The British Academy of Film and Television Arts, BAFTA)? তাদের টিভি ও টিভি ক্রাফ্ট অ্যাওয়ার্ড (TV and TV craft awards) অনুষ্ঠানের তারিখ ঘোষণা করল বাফতা। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, 'বাফতা টিভি ক্রাফ্ট অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হবে রবিবার, ২৪ এপ্রিলে এবং তার ঠিক ২ সপ্তাহ পর, ৮ মে টিভি অ্যাওয়ার্ডস হবে।
২০২২ সালের ৩০ মার্চ, মনোনীতদের নাম ঘোষণা করা হবে। তবে এবারের যোগ্যতা এবং ভোটের মানদণ্ডে বদল করা হয়েছে (The organization also unveiled changes to eligibility and voting criteria)।
প্রথমত, ইংল্যান্ডের পারফর্মাররা শুধুমাত্র 'আন্তর্জাতিক' ক্যাটেগরিতে অংশ নিতে পারত, তারা এখন থেকে ব্যক্তিগতভাবে পারফরম্যান্স ক্যাটেগরিতে যোগ দিতে পারবেন। এই নিয়ম বদল ইতিমধ্যেই ইংল্যান্ডের যারা আন্তর্জাতিক শোয়ে কাজ করছেন সেখানে জানানো হয়েছে।
দ্বিতীয়ত, 'আন্তর্জাতিক' ('International')ক্যাটেগরিতে এখন থেকে চারের বদলে ছয়টি মনোনয়ন জমা হতে পারে।
তৃতীয়ত, আন্তর্জাতিক সদস্যরা এখন থেকে চারের বদলে যেকোনও ক্য়াটেগরিতে ভোট করতে পারেন।
চতুর্থত, প্রযোজনা সংস্থার অন্যান্য সদস্যদের সঙ্গে লাইন প্রডিউসর (Line producers), প্রোডাকশন ম্যানেজার (production managers) ও প্রোডাকশন হেডও (heads of production) এখন যোগ্য প্রার্থী।
আরও পড়ুন: 'সোনু কে টিটু কি স্যুইটি' না 'পেয়ার কা পঞ্চনামা', কোন ছবি বেশি পছন্দের কার্তিক আরিয়ানের?
'গত বছরের কঠিন সময়েও টেলিভিশন ইন্ডাস্ট্রি তাঁদের নতুন ও ক্রিয়েটিভ ধরনের শোয়ের মাধ্যমে টিকে থেকেছে। টিভি আবারও প্রমাণ করল যে তাঁদের মধ্য়ে দর্শকদের মনোরঞ্জনের ইউনিক উপাদান আছে,' বলেন বাফতার ডেপুটি চেয়ার সারা পুট।
বিবৃতিতে আরও জানা যায়, 'প্রত্যেক বছর আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে পরামর্শ করি। সেই অনুযায়ী আমরা নিয়মাবলী পরিবর্তন করি।' তবে এই বছর সেই পরামর্শের বাইরে গিয়েও তারা নিয়মাবলী বদলেছেন। এই বদলে তাঁরা খুশি।