WhatsApp Features: হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার (WhatsApp Features) নিয়ে কাজ করছে বলে শোনা গিয়েছে যার সাহায্যে মেসেজ ট্রান্সলেট (WhatsApp Chat Translate) করা যাবে বিভিন্ন ভাষায়। এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ তাদের ইউজারের সংখ্যা আরও বাড়াতে চাইছে বলেই মনে করা হচ্ছে। হোয়াটসঅ্যাপে এই ফিচার (WhatsApp Chat Translation) চালু হয়ে গেলে ইউজাররা সহজেই বিভিন্ন ভাষায় এই অ্যাপ ব্যবহার করে মেসেজ করতে পারবেন। বাইরে থেকে আলাদা করে কোনও ট্রান্সলেট অ্যাপের সাহায্য নেওয়ার প্রয়োজন হবে না। হোয়াটসঅ্যাপে এই নয়া ফিচার চালু হয়ে গেলে কথোপকথনের সময়েই ইনস্ট্যান্ট চ্যাট বা মেসেজ ট্রান্সলেট হয়ে যাবে। তার ফলে ইউজাররা সাবলীল ভাবে কথোপকথন চালিয়ে যেতে পারেন নিজেদের পছন্দের ভাষায়। স্বচ্ছন্দ্য বোধ করবেন তাঁরা। তবে হোয়াটসঅ্যাপের এই ফিচার নিয়ে এখন সবে কাজকর্ম শুরু হয়েছে। তাই হোয়াটসঅ্যাপের সব ইউজারদের জন্য এবং সমস্ত মাধ্যমে এই ফিচার চালু হতে এখনও কিছুটা দেরি রয়েছে বলেই অনুমান। কিন্তু একবার এই চ্যাট ট্রান্সলেট করার ফিচার হোয়াটসঅ্যাপে চালু হয়ে গেলে ইউজাররা যে প্রভূত সুবিধা পাবেন সে ব্যাপারে নিশ্চিত প্রযুক্তি বিশেষজ্ঞদের একটা বড় অংশ। 


হোয়াটসঅ্যাপের চ্যাট ট্রান্সলেশন ফিচার কীভাবে কাজ করবে 


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে আগামী দিনে যুক্ত হতে চলেছে চ্যাট ট্রান্সলেটর। এই ফিচার বেছে নিলে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময়েই ইউজারের পছন্দের ভাষায় তা ট্রান্সলেট হয়ে যাবে। কবে এই ফিচার চালু হবে তা অবশ্যই এখনই স্পষ্ট হয়নি। কিন্তু কাজকর্ম শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাই নিশ্চিত আগামী কোনও আপডেটে হোয়াটসঅ্যাপ অ্যাপে এই ফিচার যুক্ত হবে। ইউজারদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ সংস্থা প্রয়শই তাদের অ্যাপে নিত্যনতুন ফিচার যোগ করে। এবার সেই তালিকায় আসতে চলেছে চ্যাট ট্রান্সলেশন ফিচার। 


হোয়াটসঅ্যাপে ইউজারদের জন্য চালু হচ্ছে নতুন অ্যালার্ট 


হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে অ্যাপে কাউকে আপনি চ্যাটে ছবি কিংবা ভিডিও পাঠাতে গেলে যদি তা আটকে যায় অর্থাৎ মাঝপথে কোনও কারণে থেমে যায় তাহলে তা অ্যালার্টের মাধ্যমে ইউজারদের জানানো হবে। কিছু বিটা টেস্টারদের জন্য এই ফিচার ইতিমধ্যেই উপলব্ধ হয়েছে। আগামী দিনে সমস্ত ইউজারদের জন্য চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপের এই অ্যালার্ট। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WA Beta Info জানিয়েছে আপাতত এই নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। অতএব সব মাধ্যমে সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হতে এখনও কিছুদিন সময় লাগবে। আপাতত আইওএস ভার্সানে এই ফিচার চালু হবে বলে শোনা গিয়েছে। অনুমান আগামী দিনে অ্যান্ড্রয়েড ভার্সানেও এই ফিচার চালু হবে। 


আরও পড়ুন- ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজ লঞ্চ হয়েছে ভারতে, কোন কোন ফোন রয়েছে এই স্মার্টফোন সিরিজে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।