Oppo Phones: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজ (Oppo Reno 12 5G Series)। এই স্মার্টফোন সিরিজের মধ্যে ওপ্পো রেনো ১২ ৫জি (Oppo Reno 12 5G) এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি (Oppo Reno 12 Pro 5G) - এই দুই ফোন লঞ্চ হয়েছে। ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি চিপসেট। এর সঙ্গে রয়েছে AMOLED ডিসপ্লে যার সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14.1- এর সাহায্যে পরিচালিত হবে ওপ্পো রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি- এই দুই ফোন। এছাড়াও এই স্মার্টফোন সিরিজে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। 


ভারতে ওপ্পো রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ ৫জি প্রো- এই দুই ফোনের দাম 



  • ওপ্পো রেনো ১২ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। আগামী ২৫ জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। অ্যাস্ট্রো সিলভার, ম্যাট ব্রাউন এবং সানসেট পিচ- এই তিন শেডে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১২ ৫জি ফোন। 

  • ওপ্পো রেনো ১২ প্রো ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেরদাম ৪০,৯৯৯ টাকা। আগামী ১৮ জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। 


ওপ্প রেনো ১২ ৫জি এবং ওপ্পো রেনো ১২ প্রো ৫জি- এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে 



  • দুটো ফোনেই ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। আর রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর। এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। 

  • দুই ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ওপ্পো রেনো ১২ প্রো ৫জি মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর। প্রো মডেলে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও রয়েছ। 

  • অন্যদিকে ওপ্পো রেনো ১২ ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • ওপ্পো রেনো ১২ ৫জি সিরিজের ফোনে ফেস আনলক ফিচারের সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই সিরিজের ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার ফলে ফোনে এক থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৪৬ মিনিটে, এমনই দাবি করেছে ওপ্পো সংস্থা। 


আরও পড়ুন- ১৫ হাজার টাকার কমে ৫জি ফোন, রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।