WhatsApp Features: ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে (WhatsApp Android Version) আসতে চলেছে নতুন একটি ফিচার (WhatsApp Features)। ইতিমধ্যেই সেই ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম এআই প্রোফাইল ফটো (AI Profile Photo)। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে এবার ইউজাররা হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন। হোয়াটসঅ্যাপে অনেকদিন আগেই চালু হয়েছে 'অবতার'। এই 'অবতার'- এর সাহায্যে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার তৈরি করা যায়। হোয়াটসঅ্যাপের এই 'অবতার' ফিচার যথেষ্ট জনপ্রিয়ও। এবার হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে চালু হতে চলেছে এআই প্রোফাইল ফটো ফিচার। 


সবে কাজ শুরু হয়েছে এই ফিচার নিয়ে। বিটা ভার্সানের ইউজারদের জন্যেও উপলব্ধ হয়নি। অর্থাৎ হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে এই এআই প্রোফাইল ফটো ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হতে দেরি রয়েছে। তবে আগামী দিনে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানের কোনও আপডেটেড মাধ্যমে এই ফিচার যুক্ত হবে একথা নিশ্চিত। আইওএস ভার্সানেও এই ফিচার চালু হবে বলে আশাবাদী প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে। মূলত হোয়াটসঅ্যাপের এই এআই প্রোফাইল ফটো ফিচারের মাধ্যমে ইউজাররা নিজেদের পছন্দ অনুসারে প্রোফাইল ছবি তৈরি করে নিতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে। ইউজারের মুড, পার্সোনালিটি, ইন্টারেস্ট- এইসবের ভিত্তিতে তৈরি করা যাবে এআই ভিত্তিক পার্সোনালাইজড প্রোফাইল পিকচার। 


হোয়াটসঅ্যাপে 'অবতার' তৈরি করার সময় ইউজাররা স্টিকার ব্যবহার করতে পারেন। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের এআই প্রোফাইল ফিচারের ক্ষেত্রেও তাই হবে। স্টিকার ব্যবহার করে বেশ মজার হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার তৈরির সুযোগ পাবেন অ্যান্ড্রয়েড ইউজাররা। কবে সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের এই এআই প্রোফাইল পিকচার ফিচার চালু হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। আপাতত অ্যান্ড্রয়েড ভার্সানের জন্য কাজকর্ম শুরু হলেও পরবর্তীতে আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হবে কিনা তাও নিশ্চিত ভাবে জানা যায়নি। 


হোয়াটসঅ্যাপ স্টেটসে নতুন আপডেট 


কে বা কারা আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখতে পাবেন আর কারা পাবেন না, সেটা নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে ইউজারদের হাতে। তবে ইউজারদের এই ক্ষমতা আর একটু বাড়তে চলেছে বলে খবর। যুক্ত হতে চলেছে নতুন কিছু টুলস। তার ফলে ইউজারদের সুরক্ষা এবং গোপনীয়তা আরও বাড়বে। আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রে এই আপডেট যুক্ত হতে চলেছে বলে খবর। 


আরও পড়ুন- ১৫ হাজার টাকার কমে স্মার্ট টিভি ! ইউজারদের জন্য চমক শাওমির 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।