Xiaomi Smart TV: বাজেট স্মার্টফোন (Budget Smartphone) তো শুনেছেন? এবার ভারতের বাজারে হাজির বাজেট স্মার্ট টিভি (Budget Smart TV)। শাওমি সংস্থা দেশে নতুন একটি স্মার্ট টিভি (Xiaomi Smart TV) লঞ্চ করেছে যার দাম ১৫ হাজার টাকার কম। এই স্মার্ট টিভিতে রয়েছে ৩২ ইঞ্চির স্ক্রিন। এবার দেখে নেওয়া যাক শাওমির স্মার্ট টিভি এ৩২ (২০২৪) মডেলে (Xiaomi Smart TV A32 2024) কী কী ফিচার রয়েছে এবং এর দাম কত। 


শাওমি স্মার্ট টিভি এ৩২ (২০২৪) মডেলে কী কী ফিচার রয়েছে 



  • এই স্মার্ট টিভিতে রয়েছে ৩২ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লেতে যুক্ত রয়েছে শাওমির নিজস্ব Vivid Picture Engine প্রযুক্তির সাপোর্ট। শাওমি সংস্থা জানিয়েছে, এই প্রযুক্তির সাহায্যে ইউজাররা টিভি দেখার সময় উজ্জ্বল রং এবং স্বচ্ছ ছবি দেখতে পাবেন। 

  • ৮ জিবি স্টোরেজ রয়েছে এই স্মার্ট টিভিতে। এছাড়াও রয়েছে একাধিক কানেক্টিভিটি পোর্ট। এই স্মার্ট টিভিতে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই কানেক্টিভিটির সাপোর্ট রয়েছে। Low Latency Mode রয়েছে এই স্মার্ট টিভিতে, ফলে এই ডিভাইসে ইউজাররা ভালভাবে ভিডিও গেমও খেলতে পারবেন। 

  • শাওমির স্মার্ট টিভি এ৩২ মডেলের ইউজার ইন্টারফেস খুব সহজ। ফলে এই টিভি ব্যবহার করা সুবিধাজনক। এই স্মার্ট টিভিতে রয়েছে ২০ ওয়াটের Dolby Audio প্রযুক্তির সাপোর্ট। এই স্মার্ট টিভিতে রয়েছে ২ স্টার রেটিং। 

  • ইউজারদের জন্য শাওমি টিভি প্লাস ইন্টারফেস রয়েছে এই স্মার্ট টিভিতে। এখানে ইউজাররা পাবেন ৩০টি ওটিটি অ্যাপ, ৯০- এর বেশি লাইভ চ্যানেল, ১৫০-র বেশি লাইভ চ্যানেল ফ্রি-তে দেখা যাবে। অতিরিক্ত কোনও খরচ লাগবে না। এর সঙ্গে থাকছে কিডস মোড, লাইভ স্পোর্টস- এইসব ফিচারের সাপোর্ট। 


ভারতে শাওমির এই নতুন স্মার্ট টিভির দাম কত 


১২,৪৯৯ টাকায় এই টিভি কেনা যাবে। আগামী ২৮ মে থেকে শুরু হবে বিক্রি। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে এই স্মার্ট টিভি কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে Mi.com এবং শাওমির রিটেল পার্টনারদের কাছে। যাঁরা বাড়িতে নতুন স্মার্ট টিভি কেনার পরিকল্পনা করছেন তাঁরা শাওমির এই স্মার্ট টিভি কিনতে পারেন। ইউজারদের জন্য প্রয়োজনীয় যথেষ্ট ফিচার রয়েছে এই ডিভাইসে। 


আরও পড়ুন- নাইট ভিশন গগলসের সাহায্যে বায়ুসেনার বিমানের অবতরণ, কী বিশেষ প্রযুক্তি রয়েছে এই চশমায়? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।