WhatsApp Features: হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার (WhatsApp Features)। অজানা, অচেনা নম্বর থেকে আসা স্প্যাম মেসেজ (Spam Message) ডিলিট হয়ে যাবে আপনাআপনি। প্রথমে অ্যান্ড্রয়েড ভার্সানে চালু হবে এই ফিচার। তারপর সুবিধা পাবেন আইওএস ইউজাররা। আপাতত হোয়াটসঅ্যাপ সংস্থা এই ফিচার নিয়ে কাজকর্ম করছে। অর্থাৎ সমস্ত মাধ্যমে সব ইউজারদের জন্য কবে হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হবে তা নিশ্চিত নয়। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, অ্যাপে এই ফিচার চালু হয়ে গেলে ইউজারের কনট্যাক্ট লিস্টে সেভ না থাকা এবং অজানা, অচেনা নম্বর থেকে আসা মেসেজ একটি নির্দিষ্ট মাত্রার ঊর্ধ্বে হলে তা ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ অ্যাপ। নিঃসন্দেহে এই ফিচার চালু হয়ে গেলে ইউজারদের নিরাপত্তা হোয়াটসঅ্যাপে আরও সুদৃঢ় হবে। হোয়াটসঅ্যাপের 2.24.17.24 ভার্সানে অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এই মেসেজ এখন দেখা গিয়েছে। আগামী দিনে চালু হবে অ্যান্ড্রয়েড মাধ্যমের সমস্ত ইউজারদের জন্য। তবে নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি।
ইউজারদের সময় বাঁচাতে হোয়াটসঅ্যাপে আসছে নতুন দুই ফিচার
ডবল ট্যাপ রিঅ্যাকশন
ইনস্টাগ্রামে এই ফিচার রয়েছে। মেটা- র এই অ্যাপ ছবিতে লাইক করার জন্য ইউজার ডবল ট্যাপ করলেই হয়। তেমনই ফিচার আসতে চলেছে হোয়াটসঅ্যাপেও। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপের মেসেজে রিঅ্যাকশন দেওয়ার জন্য এই ডবল ট্যাপ ফিচার চালু করা হবে। আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আগামী কয়েক মাসের মধ্যেই হোয়াটসঅ্যাপের কোনও আপডেটেড ভার্সানে এই ফিচার দেখা যাবে বলে অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ।
হোয়াটসঅ্যাপের কমিউনিটি চ্যাটের ইভেন্টে এন্ড টাইম সিলেক্ট
হোয়াটসঅ্যাপের কমিউনিটি চ্যাটে কোনও ইভেন্ট ক্রিয়েট করা হলে তা কখন শেষ হবে সেটা ঠিক করে আগাম এন্ড টাইম দিয়ে রাখা যাবে। হোয়াটসঅ্যাপের কমিউনিটি চ্যাটের ক্ষেত্রে অ্যাডমিনরা এই ফিচারের সুবিধা পাবেন। এখন শুধু ইভেন্ট শুরুর সময় আগে থেকে সেট বা শিডিউল করে রাখার সুবিধা রয়েছে। এবার আসছে নতুন ফিচার যেখানে ইভেন্ট শেষ হওয়ার সময়টাও আগে থেকেই সেট কিংবা শিডিউল করে রাখা যাবে। এর ফলে হোয়াটসঅ্যাপের ওই কমিউনিটি চ্যাটের সদস্যরা সহজে বুঝতে পারবেন যে কখন ইভেন্ট শুরু হচ্ছে আর কখন শেষ হবে। আপাতত এই ফিচার নিয়েও কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
আরও পড়ুন- নয়েজের নতুন ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে, একসঙ্গে সংযুক্ত হতে পারবে দুটো ডিভাইসে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।