WhatsApp: বিজ্ঞাপনের (Advertise) গুঁতো এবার আসছে হোয়াটসঅ্যাপেও ! মেটা (Meta) অধিকৃত ফেসবুকে (Facebook) ইতিমধ্যেই রয়েছে বিজ্ঞাপনের ছড়াছড়ি। এবার বিজ্ঞাপন আসতে চলেছে হোয়াটসঅ্যাপেও। তবে হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট জানিয়েছেন, মূল ইনবক্সে বিজ্ঞাপন দেখা যাবে না। কিন্তু হোয়াটসঅ্যাপের দুটো বিভাগে চালু হতে চলেছে বিজ্ঞাপন। খুব দ্রুত এই ফিচার চালু হয়ে যাবে হোয়াটসঅ্যাপে। এর আগে অবশ্য হোয়াটসঅ্যাপ সংস্থা এই বিজ্ঞাপন দেখানোর গোটা ব্যাপারটা অস্বীকার করেছিল। মাস দুয়েক আগে শোনা গিয়েছিল, হোয়াটসঅ্যাপ পরিষেবা থেকে আয়ের উদ্দেশ্যে ইউজারদের বিজ্ঞাপন দেখাবে কর্তৃপক্ষ। সেই রিপোর্টের সমস্ত দাবি অস্বীকার করেছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। তবে এবার হোয়াটসঅ্যাপের তরফেই জানানো হয়েছে যে এই মাধ্যমে বিজ্ঞাপন আসতে চলেছে। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ স্টেটাসে এই বিজ্ঞাপন দেখা যাবে। তবে এই প্রসঙ্গে এখনও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 


এবছর সেপ্টেম্বর মাসে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন চালু নিয়ে হইচই শুরু হয়। তবে এটাই প্রথম নয়। এর আগেও ২০১৯ সালে শোনা গিয়েছিল, হোয়াটসঅ্যাপের তরফে নাকি স্টেটাসের মাধ্যমে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি, ভিডিও শেয়ার করা যায়। সেখানেই নাকি চালু হবে বিজ্ঞাপন, এমনটাই শোনা গিয়েছিল। এর চার বছরের মাথায় ফের আলোচনা হচ্ছে হোয়াটসঅ্যাপের বিজ্ঞাপন সংক্রান্ত ফিচার নিয়ে। আর সেখানেও হোয়াটসঅ্যাপ স্টেটাসের নাম উঠে আসছে। উৎসাহী ইউজারদের অনেকে দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করলেও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই প্রসঙ্গে কার্যত মুখে কুলুপ এঁটেছে। 


ইউজারদের আইপি অ্যাড্রেস, লোকেশন সুরক্ষিত রাখার নয়া ফিচার আসছে হোয়াটসঅ্যাপে


বিশ্বের অন্যতম জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। মেটা অধিকৃত এই অ্যাপে ইউজারদের সুবিধায় প্রায়ই নিত্যনতুন ফিচার চালু হয়। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ কল (WhatsApp Call) চলাকালীন ইউজারদের আইপি অ্যাড্রেস এবং লোকেশন ট্র্যাক করে হ্যাকাররা হাতিয়ে নিচ্ছিল ব্যক্তিগত এবং গোপন তথ্য। আর তাই নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। Protect IP address in calls- এই নতুন ফিচার চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কল চলাকালীন ইউজারের আইপি অ্যাড্রেস লুকনো থাকবে। অনলাইন প্রতারণার হার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তাই ইউজারদের ব্যক্তিগত তথ্য হোয়াটসঅ্যাপে ফাঁস হওয়া উচিত নয়। সেই জন্যই হোয়াটসঅ্যাপে চালু হয়েছে Protect IP address in calls ফিচার। তবে এটি অপশনাল, অর্থাৎ ইউজার চাইলে ব্যবহার করতেন, বা নাও করতে পারেন।


আরও পড়ুন- উৎসবের মরশুমে ১০০টি উপহারের তালিকা প্রকাশ করল গুগল, ট্রেন্ডিং সার্চে রয়েছে এগুলিই