Whatsapp HD Video: ইউজারদের জন্য সুখবর। হোয়াটসঅ্যাপে (Whatsapp Features) আসতে চলেছে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ফিচার। শোনা যাচ্ছে, এই নতুন ফিচার চালু হলে এইচডি ছবির মতোই ঝকঝকে কোয়ালিটির ভিডিও-ও (HD Video) হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন ইউজাররা। আপাতত এই নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে বিটা পর্যায়ে রয়েছে হোয়াটসঅ্যাপের এই ফিচার। নির্দিষ্ট কিছু সংখ্যক অ্যান্ড্রয়েড ইউজার বর্তমানে এই ফিচারের সুবিধা পাচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে এইচডি ফটো পাঠানোর ফিচারের রোলআউট আগেই শুরু হয়েছে। সেই সাফল্যের পর এবার এইচডি ভিডিও শেয়ার করার ফিচার লঞ্চ করতে উদ্যোগী হয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। 


কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইচডি ভিডিও পাঠানো যাবে


এক্ষেত্রে পদ্ধতি অনেকটা এইচডি ফটো পাঠানোর মতোই। আপডেট হওয়া হোয়াটসঅ্যাপের ভার্সানে ছবির মতোই ভিডিওর জন্য থাকতে চলেছে একটি এইচডি বাটন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo-র মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এসেছে। অ্যাপের ড্রয়িং এডিটরে থাকবে এই এইচডি বাটন। অর্থাৎ ইউজাররা কোনও ভিডিও পাঠানোর আগে স্ট্যান্ডার্ড এবং এইচডি এই দুই কোয়ালিটির মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ পাবেন। 



সাধারণত হোয়াটসঅ্যাপে স্ট্যান্ডার্ড ভিডিও শেয়ার করা হয়। সেক্ষেত্রে ভিডিওর সাইজ কিছুটা কমে যায়। এর ফলে ডেটা কম খরচ হয় ঠিকই। কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কমপ্রেস হওয়ার ফলে তার গুণমান অর্থাৎ কোয়ালিটি কিছুটা খারাপ হয়। তবে এইচডি অপশনে ভিডিও শেয়ার করলে আর তার কোয়ালিটি খারাপ হবে না। হোয়াটসঅ্যাপে এইচডি ভিডিও শেয়ার করতে হলে কিছুটা বেশি ইন্টারনেট খরচ হবে। স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভিডিওর ক্ষেত্রে 416 x 880 pixels এবং ৬.৩ এমবি সাইজের ভিডিও শেয়ার হয়। এই ভিডিও এইচডি কোয়ালিটিতে পাঠানো 608 x 1296 pixels এবং ১২ এমবি সাইজের হবে। সম্প্রতি যে স্ক্রিনশট প্রকাশ্যে এসছে তার মাধ্যমে এই তথ্য জানা গিয়েছে। নতুন ফিচারের সুবিধা হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সান 2.23.14.10- এর মাধ্যমে পাওয়া যাবে। আপনি হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রামের অংশ হয়ে থাকলে অ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সান ইনস্টল করলে এইচডি ভিডিও পাঠানোর সুবিধা পেতে পারেন। 


হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে ১০০ ছবি


বিটা টেস্টারদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি নতুন সুবিধা চালু করেছে। এখন থেকে বিটা টেস্টাররা হোয়াটসঅ্যাপে থাকা কনট্যাক্টসদের সঙ্গে ১০০টি পর্যন্ত ছবি শেয়ার করতে পারবে। হোয়াটসঅ্যাপের সমস্ত ইউজারদের জন্য অবশ্য এখনপ এই ফিচার চালু করা হয়নি। বর্তমানে হোয়াটসঅ্যাপে একবারে একজন ইউজারের সঙ্গে ৩০টি ছবি শেয়ার করা যায়। 


আরও পড়ুন- আজ জাতীয় চিকিৎসক দিবস, জীবন-দান করে চলা সেই 'ঈশ্বর'দের শ্রদ্ধা দেশজুড়ে