WhatsApp Features: ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ (Whatsapp) সংস্থা প্রায়ই নতুন ফিচার লঞ্চ করে। এবার একটি নতুন ফিচারের রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সম্প্রতি হোয়াটসঅ্যাপ সেই ফিচারের রোল আউট শুরু করেছে যার সাহায্যে ইউজাররা এইচডি কোয়ালিটির ভিডিও (HD Video) পাঠাতে পারবেন। এক সপ্তাহ আগেই হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির ছবি (HD Image) পাঠানোর ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু করা হয়েছে। এবার ছবির পাশাপাশি পাঠানো যাবে হাই রেজোলিউশনের ভিডিও। যেহেতু ফিচারের রোল আউট শুরু হয়ে গিয়েছে তাই অল্প দিনের মধ্যেই সব ইউজাররা এই নতুন ফিচারের সুবিধা পেতে শুরু করবেন বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের একটা অংশ।


এইচডি কোয়ালিটির ভিডিও পাঠানোর সুবিধা অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই মাধ্যমেই পাওয়া যাবে। এতদিন পর্যন্ত ৪৮০ পিক্সেলের ভিডিও পাঠাওর সুযোগ পেতেন ইউজাররা। এখন তা বাড়িয়ে ৭২০ পিক্সেল করা হয়েছে। হাই রেজোলিউশনের ভিডিও পাঠাতে গেলে আগের তুলনায় অতিরিক্ত ইন্টারনেট খরচ হবে বলেও জানা গিয়েছে। এখন যেমন হোয়াটসঅ্যাপে কোনও ছবি শেয়ার করতে চাইলে ইউজারকে স্ক্রিনের উপরেই 'এইচডি' অপশন দেওয়া হয়, ভিডিওর ক্ষেত্রেও তেমনটাই হবে। অর্থাৎ ইউজার এইচডি কোয়ালিটির ভিডিও পাঠাবেন নাকি পাঠাবেন না, তার সিদ্ধান্ত ইউজার নিজেই নিতে পারবেন। ডিফল্ট ভাবে কোনও অপশন সেট করা থাকবে না। 


হোয়াটসঅ্যাপ স্টেটাসের রিপ্লাইয়ে 'অবতার'


হোয়াটসঅ্যাপ 'অবতার' ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। এই 'অবতার'- কেই একটি নতুন ক্ষেত্রে যুক্ত করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। মেটা অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে একটি ফিচার নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। আর তা চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ স্টেটাসে এখন যেম ইমোজি রিঅ্যাকশন দেওয়া যায়, সেভাবেই 'অবতার' দিয়ে রিঅ্যাকশন দেওয়ার সুযোগ পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo, যারা হোয়াটসঅ্যাপের যাবতীয় আপটেড সংক্রান্ত খবর প্রকাশ্যে আনে, তারা জানিয়েছে হোয়াটসঅ্যাপের ভবিষ্যতের আপডেটে স্টেটাসে অবতার দিয়ে রিপ্লাই দেওয়ার এই ফিচার চালু হবে। WhatsApp beta for Android 2.23.18.9- এই আপডেটে পাওয়া যাবে নতুন ফিচারের সুবিধা। কবে সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হতে চলেছে সেই প্রসঙ্গে অবশ্য নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ স্টেটাসে এখন ছবি, ভিডিওর পাশাপাশি অডিও ফাইল রাখার সুবিধাও পান ইউজাররা। ইউজারদের অভিজ্ঞতা ভাল করার জন্য ক্রমশ নিত্যনতুন ফিচার লঞ্চ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আগামী দিনে আরও অনেক আকর্ষণীয় ফিচার লঞ্চ হবে বলে আশায় রয়েছেন ইউজাররা। 


আরও পড়ুন- মোটো জি৮৪ ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হচ্ছে? দাম কত হতে পারে? কী কী ফিচারই বা থাকার সম্ভাবনা রয়েছে?