Whatsapp Privacy Feature: ইউজারদের নিরাপত্তার জন্য নতুন প্রাইভেসি ফিচার (Privacy Feature) নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ক্ষেত্রেই বিটা টেস্টারদের জন্য রোলআউট শুরু হয়েছে। নতুন এই হোয়াটসঅ্যাপ প্রাইভেসি ফিচারের নাম 'ফোন নম্বর প্রাইভেসি'। আগে এই ফিচার সম্পর্কে বলা হয়েছিল যে ইউজাররা কোনও কমিউনিটিতে যুক্ত হলে তাদের ফোন নম্বর গোপন রাখতে পারবেন। নতুন করে শোনা গিয়েছে আসন্ন প্রাইভেসি ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপে কোনও কমিউনিটিতে কথোপকথনে অংশগ্রহণ করতে পারবেন, মেসেজে নিজেদের রিঅ্যাকশন দিতে পারবেন, কিন্তু তাদের নাম দেখা যাবে না। এমনকি গোপন থাকবে ফোন নম্বরও। হোয়াটসঅ্যাপ কমিউনিটির অন্যান্য সদস্যতা আপনার নাম বা ফোন নম্বর দেখতে পাবেন না। তবে মেটা অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের তরফে অবশ্য জানানো হয়নি যে কবে এই প্রাইভেসি ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হবে। 


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetainfo- র রিপোর্ট থেকে জানা গিয়েছে, ফোন নম্বর প্রাইভেসি ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানের বিটা টেস্টারদের জন্য কমিউনিটির ক্ষেত্রে রোলআউট শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ বিটার ক্ষেত্রে Android version 2.23.14.19 এবং iOS 23.14.0.70 ভার্সানে উপলব্ধ হয়েছে। হোয়াটসঅ্যাপের এই নতুন প্রাইভেসি ফিচারের সাহায্যে ইউজাররা কোনও কমিউনিটিতে যুক্ত হওয়ার সময় নিজেদের ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন অন্যান্য সদস্যদের থেকে। এখনও কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপে সদস্যদের নাম গোপনেই থাকে। কিন্তু যখন তারা মেসেজ বা রিঅ্যাকশনের মাধ্যমে যোগাযোগ করেন তখন তাদের নাম, ফোন নম্বর দেখা যায়। নতুন প্রাইভেসি ফিচারের মাধ্যমে এই নাম এবং ফোন নম্বরই গোপনে রাখতে পারবেন হোয়াটসঅ্যাপ ইউজাররা। মেসেজ করুন বা মেসেজে রিঅ্যাকশন দিন, সব ক্ষেত্রেই ইউজারের গোপনীয়তা বজায় থাকবে। 


হোয়াটসঅ্যাপ ওয়েবে নতুন সুবিধা


হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে ইউজারদের জন্য একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। এই নতুন ফিচারের নাম লিঙ্ক উইথ ফোন নম্বর। এর সাহায্যে ইউজাররা ওয়েব হোয়াটসঅ্যাপে ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট লিঙ্ক করার সুবিধা পাবেন। বিভিন্ন সূত্রে এবং হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo - র রিপোর্ট অনুসারে খবর নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ওয়েবে অ্যাকাউন্ট লিঙ্ক করার সময় কিউআর কোড স্ক্যান করার পরিবর্তে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবহার করা হবে। এই ওটিপি জেনারেট করবে অর্থাৎ ইউজারকে পাঠাবে হোয়াটসঅ্যাপ সংস্থা। ডিভাইস লিঙ্ক করার ক্ষেত্রে প্রাইমারি অ্যাকাউন্টের ফোন নম্বর ব্যবহার করা হবে এবং সেখানেই পাঠানো হবে ওটিপি। ৮ নম্বরের ওটিপি পাঠানো হবে এক্ষেত্রে। 


আরও পড়ুন- হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?