WhatsApp Feature: ফের নতুন চমক দেখাল হোয়াটসঅ্যাপ। এবার থেকে প্রক্সি সার্ভারের মাধ্যমে  ইন্টারনেট না থাকলেও চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে বিশেষ কিছু কাজ। 


WhatsApp Update: বেড়েই চলেছে এই অ্যাপের প্রযোজনীয়তা
আজকাল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপসের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। ভারতে এই ধরনের অ্যাপের ব্যবহারে সবার থেকে এগিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে হোয়াটসঅ্যাপ আজ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কাজের আপডেট,শেয়ার বাজারের হালচাল বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, আজ সবই হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা যায়। এমনকী শিক্ষা সংক্রান্ত সরকারের বড় বড় সার্কুলারও আজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হোয়াটসঅ্যাপে ক্রমবর্ধমান ব্যবহারকারীদের দেখে মেটা সময়ে সময়ে অনেক আপডেট নিয়ে আসে। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ তার অ্যাপে প্রক্সি সাপোর্ট ফিচার যুক্ত করেছে। যার সাহায্যে ব্যবহারকারীরা ইন্টারনেট ছাড়াই চ্যাট করতে পারবেন। এই নতুন বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিন।


WhatsApp Update: নিরাপদে করতে পারবেন চ্যাট
প্রক্সি সাপোর্ট ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ইন্টারনেট ছাড়াই এই প্ল্যাটফর্মে সংযুক্ত থাকবেন। শুধু মোবাইল ইন্টারনেট নয় আপনার এলাকায় ইন্টারনেট না থাকলেও আপনি হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যবহার করতে পারবেন। এই বৈশিষ্ট্যটির সাহায্যে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবক ও সংস্থাগুলির প্রক্সি সার্ভার সেটআপের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে। অর্থাৎ, আপনি যখন প্রক্সি সার্ভারের সাথে যুক্ত হবেন, তখনই আপনি ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।


WhatsApp Feature: হোয়াটসঅ্যাপ একটি বার্তার মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য দিয়েছে। এর সঙ্গে এও বলা হয়েছিল যে, প্রক্সি ইন্টারনেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে ব্যবহারকারীর গোপনীয়তায় কোনও সমস্যা হবে না।  এটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন থেকে নিরাপদ থাকবে। হোয়াটসঅ্যাপ বিশেষভাবে এই নতুন আপডেটটি এমন দেশগুলির জন্য প্রকাশ করেছে যেখানে ব্যব অবাধে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে না কারণ ইন্টারনেট বা হোয়াটসঅ্যাপে নিষেধাজ্ঞা রয়েছে। এই পরিস্থিতিতে প্রক্সির সাহায্যে এই ধরনের ইউজাররা নির্দ্বিধায় অন্য লোকেদের সঙ্গে যুক্ত থাকতে পারে।


WhatsApp Update: প্রক্সি সার্ভার কী ?
সহজ ভাষায় আপনি প্রক্সি সার্ভারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করলে আপনার পরিচয় গোপন থাকে। প্রক্সি সার্ভার ব্যবহারকারী ও ওয়েবসাইটের সার্ভারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করে।


এইভাবে নতুন বৈশিষ্ট্য ব্যবহার করুন
প্রক্সি ফিচার ব্যবহার করতে প্রথমে আপনার হোয়াটসঅ্যাপের সেটিংসে যান। মনে রাখবেন, আপনার WhatsApp সর্বশেষ আপডেটে থাকা উচিত। এখন আপনাকে স্টোরেজ ও ডেটা অপশনে যেতে হবে। এখানে আপনি প্রক্সির অপশন দেখতে পাবেন, যেটি নির্বাচন করার পর আপনাকে প্রক্সি ঠিকানা লিখতে হবে। এটি সেই অ্য়াড্রেস যার কারণে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। আপনি একটি নির্ভরযোগ্য ও নিরাপদ প্রক্সি ঠিকানা খুঁজে পেতে ইন্টারনেটের সাহায্য নিতে পারেন।


আরও পড়ুন : BMW i Vision Dee: সেকেন্ডে বদলে যাবে গাড়ির রং, বিএমডব্লিউ আনছে এই কার