WhatsApp Features: হোয়াটসঅ্যাপে (WhatsApp) সম্প্রতি একটি নতুন ফিচার লঞ্চ হয়েছে। এই ফিচারের (WhatsApp Features) সাহায্যে ইউজাররা ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাট তালিকা করে রাখতে পারবেন পছন্দ অনুসারে। তাহলে দরকারের সময় সহজে খুঁজে পাওয়া সম্ভব হবে। হোয়াটসঅ্যাপে আনরেড, গ্রুপ, অল এইসব ট্যাব আগেই লঞ্চ হয়েছে। এবার সেই চ্যাট ফিল্টার বারে যুক্ত হয়েছে নতুন একটি ট্যাব। হোয়াটসঅ্যাপ সংস্থা গ্লোবাল স্তরে তাদের কাস্টম লিস্ট ফিচারের (WhatsApp Custom List Feature) রোল আউট শুরু করেছে। এর মাধ্যমে ইউজাররা হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের নতুন তালিকা তৈরি করতে পারবেন এবং এডিটও করা যাবে। সহজ ভাষায় বললে বিষয়টি হল, আপনি নিশ্চয় আপনার হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা সকলের সঙ্গে রোজ চ্যাট করেন না। তবে কিছু কনট্যাক্ট থাকে যাঁদের সঙ্গে নিয়মিত কথোপকথন চলে। প্রয়োজনের সময় এইসব কনট্যাক্ট যাতে সহজে খুঁজে পাওয়া যায় সেই জন্যই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ চালু করেছে এই কাস্টম লিস্ট ফিচার। হোয়াটসঅ্যাপের এই কাস্টম লিস্টে ইউজাররা ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি পছন্দের একাধিক গ্রুপও তালিকাভুক্ত করতে পারবেন। 


হোয়াটসঅ্যাপ সংস্থা ইউজারদের সুবিধায় বরাবরই নিত্যনতুন ফিচার লঞ্চ করে। এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে ইউজারদের অভিজ্ঞতা যাতে ভাল হয় সবসময় সেই চেষ্টাতেই থাকে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবারও সেই জন্যই হোয়াটসঅ্যাপে লঞ্চ করা হয়েছে কাস্টম লিস্ট ফিচার। এটাই প্রথম নয়। হোয়াটসঅ্যাপে হাজার মেসেজের ভিড়ে দরকারি মেসেজ যাতে হারিয়ে না যায় তার জন্য একাধিক ফিচার রয়েছে হোয়াটসঅ্যাপে। যেমন- আপনি চাইলে প্রয়োজনীয় চ্যাট সেটা ব্যক্তিগত হোক বা গ্রুপ চ্যাট 'পিন টু টপ' করে রাখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটের তালিকায়। একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপের চ্যাটের মধ্যে সেটা ব্যক্তিগত হোক বা গ্রুপ, ইউজাররা প্রয়োজনীয় মেসেজ 'পিন টু টপ' এবং 'স্টার মেসেজ' করে রাখার সুযোগ পাবেন। এর ফলে দরকারের সময় তাড়াহুড়োয় খুঁজে পেতে সুবিধা হবে। 


এর আগে হোয়াটসঅ্যাপে চালু হয়েছে অল, আনরেড এবং গ্রুপ ফিল্টার। অনেক মেসেজের ভিড়ে কাজের প্রয়োজনীয় মেসেজ যাতে হারিয়ে না যায় সেই জন্যই এই ফিল্টার চালু করা হয়েছে। আনরেড বিভাগে না পড়া মেসেজ এবং গ্রুপ বিভাগে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে আসা মেসেজ থাকবে। আর অল বিভাগে হোয়াটসঅ্যাপের যাবতীয় মেসেজ পাওয়া যাবে। এই সুবিধার পর ইউজারদের জন্য পছন্দের কনট্যাক্ট ফেভারিট লিস্টে যুক্ত করার ফিচারও চালু করেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টের জন্য এই ফেভারিটস ফিচার চালু হয়েছে আগেই। যেসব কনট্যাক্টের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রায়ই যোগাযোগ হয় ইউজারদের সেই সমস্ত কনট্যাক্ট ফেভারিট লিস্টে রাখা যাবে এই ফিচারের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ কল এবং হোয়াটসঅ্যাপ চ্যাট, দুই ক্ষেত্রেই এই ফিচার প্রযোজ্য। 


আরও পড়ুন- জলের তলায় ছবি তোলা যাবে এই ফোনে, থাকবে লাইভ ফটো ফিচারও 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।