Whatsapp: অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা নতুন একটি টেক্সট এডিটিং (Text Editing) ফিচার নিয়ে কাজ করছে। আগে শোনা গিয়েছিল, অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই প্ল্যাটফর্মের জন্যই প্রযোজ্য হবে এই ফিচার। তবে সম্প্রতি নির্দিষ্ট কিছু বিটা টেস্টারদের (Beta Tester) জন্য এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। আপাতত জানা গিয়েছে হোয়াটসঅ্যাপের এই ফিচার কেবলমাত্র অ্যান্ড্রয়েড ভার্সানেই চালু হবে। আইওএস ভার্সানে আগেই এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। তাই অনুমান করা হচ্ছে, এই ভার্সানে খুব তাড়াতাড়ি রোল আউট শুরু হবে। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি এডিট ফিচার নিয়েও কাজ কর্ম শুরু করেছে।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ক্রিয়েটিভ টুলের মাধ্যমে ইউজাররা ইমেজ অর্থাৎ ছবি, ভিডিও এবং জিফ ফাইল এডিট করার অপশনও পাবেন। নতুন ফিচারের সঙ্গে থাকা বিভিন্ন ফিচার এবং ফন্টের সাহায্যে এইসব কাজ করা যাবে। আপাতত অ্যান্ড্রয়েড ২.২৩.৭.১৭ আপডেটে নির্দিষ্ট কিছু বিটা টেস্টারের জন্য এই টেক্সট এডিটর ফিচার উপলব্ধ হয়েছে। জানা গিয়েছে, এই ফিচার চালু হয়ে গেলে ইউজাররা খুব সহজে একটি ফন্ট থেকে অন্যত্র অর্থাৎ অন্য ফন্টে যেতে পারবেন। কিবোর্ডের উপরে ডিসপ্লে করা থাকবে বিভিন্ন ফন্ট অপশন। ছবি, ভিডিও এবং জিফ ফাইলের মধ্যে টেক্সট ফরম্যাটিং যুক্ত করা যাবে এই ফিচারের সাহায্যে। বদলে দেওয়া যাবে টেক্সটের ব্যাকগ্রাউন্ড রঙ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশি ইউজারের জন্য এই টেক্সট এডিটিং ফিচার রোল আউট করা হবে।
হোয়াটসঅ্যাপ চ্যাট লক
হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য চালু হচ্ছে একটি নতুন ফিচার। এখন চলছে পরীক্ষা নিরীক্ষা। খুব তাড়াতাড়ি সব ইউজারদের জন্য এই ফিচার চালু হবে। জানা গিয়েছে, বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য যে ফিচার চালু হতে চলেছে তার নাম 'লক চ্যাট'। এই ফিচার চালু হলে ইউজাররা তাদের প্রাইভেট চ্যাট লক করে রাখতে পারবেন, অর্থাৎ গোপন রাখতে পারবেন কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের থেকে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও কার্যকর হবে এই ফিচার। স্পষ্ট বোঝা যাচ্ছে, নতুন এই ফিচার চালু হলে ইউজাররা পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন নিজেদের চ্যাট সুরক্ষিত এবং গোপন রাখার। হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের কে বা কারা আপনার চ্যাট দেখতে পাবেন, কারা পাবেন না সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।
আরও পড়ুন- ১০ হাজারের কমে ফের ভারতে নতুন ফোন আনতে চলেছে 'লাভা', কোন মডেল লঞ্চ হতে চলেছে?