WhatsApp: সাধারণ মেসেজিং অ্যাপ (Messaging App) হিসেবে যাত্রা শুরু করেছিল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। তবে সময়ের সঙ্গে সঙ্গে ইউজারদের সুবিধায় একাধিক ফিচার এবং পরিষেবা চালু হয়েছে এই অ্যাপে। আর তার জেরেই বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। এবার শোনা যাচ্ছে ইনস্টাগ্রামের মতো একটি ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। স্টেটাস আপডেটের ক্ষেত্রে ইনস্টাগ্রামের মতো রিপ্লাই বার ফিচারের রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ, বিটা টেস্টারদের জন্য এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সানেই এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই ফিচার রোল আউটের খবর প্রকাশ করেছে। হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেটের তলায় দেখা যাবে এই রিপ্লাই বার, যেমন রয়েছে ইনস্টাগ্রামের স্টোরির ক্ষেত্রে। বর্তমানে হোয়াটসঅ্যাপে কাউকে তাঁর স্টেটাস আপডেট দেখে রিপ্লাই দিতে হলে স্ক্রিন সোয়াইপ আপ করতে হয়। এরপর আসে লেখার জায়গা, সেখানে আপনি টেক্সট মেসেজ, ইমোজি ব্যবহার করে রিপ্লাই দিতে পারেন। এক্ষেত্রে যদি স্টেটাস আপডেট দেখে রিপ্লাই দেওয়ার জন্য একটি নির্দিষ্ট রিপ্লাই বার যুক্ত হয় তাহলে সরাসরি সেখানেই ইউজাররা যা লেখার লিখতে পারবেন। আলাদা করে স্ক্রিন সোয়াইপ করার প্রয়োজন হবে না। 


ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপ স্টেটাস 


চলতি মাসের শুরুর দিকে হোয়াটসঅ্যাপ সংস্থা আরও একটি আপডেট নিয়ে কাজ শুরু করেছিল। সেই ফিচার চালু হলে তার সাহায্যে হোয়াটসঅ্যাপ স্টেটাস ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করা যাবে। হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট ফেসবুকে শেয়ার করার অপশন আগেই চালু হয়েছে। এবার সেই একই ধরনের ফিচার চালু হতে চলেছে ইনস্টাগ্রামের জন্য। তবে কবে এই নতুন ফিচার সব ইউজারদের জন্য চালু হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 


টেলিগ্রামের সঙ্গে পাল্লা, হোয়াটসঅ্যাপে আসছে 'ইউজারনেম'


টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ। সেই অ্যাপের মতো এবার হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে ইউজারনেম দিয়ে ইউজারদের খুঁজে বের করার ফিচার। অর্থাৎ ইউজাররা তাঁদের ফোন নম্বর শেয়ার না করলেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এর ফলে ইউজারদের নিরাপত্তা এবং গোপনীয়তা দুটোই বাড়বে।


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসা ভয়েস মেসেজ শোনা যাবে মাত্র একবারই ! আসছে নতুন ফিচার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y