Whatsapp Image: হোয়াটসঅ্যাপে (Whatsapp Feature) ইউজারদের সুবিধার জন্য বিটা ভার্সানে নতুন একটি আপডেট সদ্য লঞ্চ করা হয়েছে। সেখানে বলা হয়েছে হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিচার আসতে চলেছে যার সাহায্যে এইচডি (HD Image) কোয়ালিটির ছবি পাঠানো যাবে অ্যাপের মাধ্যমে। মেটা অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের লেটেস্ট আইওএস এবং অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এইনতুন ফিচারের পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। সাধারণত হোয়াটসঅ্যাপে কোনও ছবি পাঠাতে গেলে তার কোয়ালিটি বা গুণমান একটু খারাপ হয়ে যায়। কারণ যেকোনও ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমপ্রেসড ভার্সান হিসেবে শেয়ার হয়। ডিফল্ট অপশন হিসেবেই এই পদ্ধতিতে ছবি শেয়ার হয়ে যায়। তবে ইউজারদের এই সমস্যার সমাধান হতে চলেছে খুব দ্রুত। কারণ হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সানে আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্য যেহেতু পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে, তাই এই ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হতে আর বেশি দেরি নেই বলেই অনুমান করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে iOS beta version 23.11.0.76 এবং Android beta version 2.23.12.13- এই দুই ক্ষেত্রে নতুন ফিচার দেখা গিয়েছে। ছবি পাঠানোর আগে উপরের দিকে এইচডি বলে নতুন একটি অপশন পাবেন ইউজাররা। তবে এই এইচডি ছবি যেমন অন্যান্য ছবি তুলনায় ভাল গুণমানের এবং ঝকঝকে হবে, তেমনই তা পাঠাতে বর্তমানের তুলনায় অতিরিক্ত ডেটাও খরচ হবে।
এপ্রিল মাসে কত সংখ্যক হোয়াটস অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে ভারতে?
বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের (Instant Messaging App) মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। মেটা (Meta) অধিকৃত এই অ্যাপের মাসে ২ মিলিয়নের বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে বিশ্বজুড়ে। এই বিপুল সংখ্যক ইউজারদের জন্য বরাবরই তাঁদের নিরাপত্তাকে মান্যতা দেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সেই নিরিখেই এপ্রিল মাসেও ৭৪ লক্ষের বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। প্রতি মাসেই ইউজারদের নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বিপুল সংখ্যক অ্যাকাউন্ট ব্যান বা নিষিদ্ধ করে। এবারও তার অন্যথা হয়নি। এই প্রসঙ্গে স্বচ্ছতা বজায় রাখার জন্য User Safety Monthly Report-এ পুরো বিষয়টা প্রকাশ করে।
প্রতিমাসেই ইউজারদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি ইউজার সেফটি রিপোর্ট পেশ করে। মূলত আইটি নিয়ম অনুসারে যেসব ডিজিটাল প্ল্যাটফর্মের ৫০ লক্ষের বেশি ইউজার রয়েছে, তাদের এই রিপোর্ট পেশ করতে হয়। সেখানে বিস্তারিত ভাবে জানাতে হয় কী কী অভিযোগ জমা পড়েছে এবং তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। এপ্রিল মাসের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ সংস্থা Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021- এর Rule 4(1)(d) এবং Rule 3A(7) অনুসারে রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়েছে ১ থেকে ৩০ এপ্রিলের মধ্যে ৭৪ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে ভারতে। মোট ৭৪,৫২,৫০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে। এর মধ্যে ২৪,৬৯,৭০০ অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার আগেই সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে অভিযোগ অনুসারে এবং হোয়াটসঅ্যাপের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এপ্রিল মাসে ৪৩৭৭টি অভিযোগ জমা পড়েছে। এই নিরিখের ২৩৪টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্চ মাসের অনুপারে এপ্রিলে প্রায় দ্বিগুণ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। মার্চ মাসে ৪৭ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন- ত্বকের জেল্লা বজায় রাখতে রোজের মেনুতে রাখুন জিঙ্ক সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?