WhatsApp: বেশ কিছু আইফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp) পরিষেবা। আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে কার্যকর হবে এই নিয়ম। হোয়াটসঅ্যাপ ফিচার (WhatsApp Features) ট্র্যাকার WABetaInfo এই তথ্য প্রকাশ্যে এনেছে। আইফোন ১৫ কিংবা তার থেকে পুরনো অপারেটিং সিস্টেমের সাহায্যে যেসব আইফোন পরিচালিত হয় সেগুলিতে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ। এই তালিকায় থাকতে চলেছে আইফোন ৬ প্লাস, আইফোন ৬, আইফোন ৫এস। নতুন আইফোনের মডেল যেগুলি আইফোন ১৫- র থেকে বেশি ভার্সানের আইওএস দ্বারা পরিচালিত হয় সেগুলিতে স্বাভাবিক ভাবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ। বর্তমানে আইওএস ১২ হচ্ছে সর্বনিম্ন মাপকাঠি। অর্থাৎ আইওএস ১২- এর কম ভার্সানের আইওএস- এর সাপোর্ট থাকলে সেই ফোনে আর কাজ করে না হোয়াটসঅ্যাপ। কিন্তু আগামী ৫ মে, ২০২৫ থেকে এই মাপকাঠি হতে চলেছে আইওএস ১৫.১। প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ৬, আইফোন ৬ প্লাস এবং আইফোন ৫এস লঞ্চ হয়েছে প্রায় এক দশক আগে। 


তবে এখনই চিন্তার কিছু নেই। কারণ আইফোন ইউজারদের কাছে এখনও ৫ মাস সময় রয়েছে আইওএস ভার্সান আপগ্রেড করে নেওয়ার। লেটেস্ট আইওএস ভার্সান হল আইওএস ১৮.১। যদি আপনার আইফোনে, এই আইওএস ভার্সান সাপোর্ট নাও করে, তাহলে আইওএস ১৫- র থেকে বেশি কোনও আইওএস ভার্সান আপডেট করতে পারেন। তবে আপনার আইফোনে যদি আইওএস আপডেট করার সুযোগ-সুবিধা না থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে নতুন আইফোন কেনা ছাড়া গতি নেই। 



ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার 

 

হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম 'মেসেজ ড্রাফট' (WhatsApp Message Drafts)। অনেকসময় আমরা হোয়াটসঅ্যাপে একটা চ্যাটবক্সে মেসেজ লিখতে লিখতে ভুল করে ওই চ্যাটবক্স বেরিয়ে যাই। এরকম হলে ইউজারের লেখা মেসেজ যাতে মুছে না যায় তার জন্যই চালু হয়েছে 'মেসেজ ড্রাফট' ফিচার। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুই ভার্সানেই সব ইউজারদের জন্য প্রয়োজনীয় এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। রোল আউট শুরু হয়েছে বলে প্রথমে সব ইউজার পরিষেবা নাও পেতে পারেন। তবে অল্প কয়েকদিনের মধ্যেই সমস্ত ইউজার এই ফিচারের সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপের ওয়েব মাধ্যমেও প্রযোজ্য রয়েছে এই ফিচার। শুধু ব্যক্তিগত চ্যাটবক্স নয়, হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও এই নতুন ফিচার কার্যকর হবে। ইতিমধ্যেই অনেক হোয়াটসঅ্যাপ ইউজার এই ফিচারের সুবিধা পেতে শুরু করেছেন। 

 


 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।