WhatsApp Update: হোয়াটসঅ্যাপেই কল করা যাবে ফেভারিট-দের ! নয়া আপডেট আসছে কবে

WhatsApp Favourite Call List Update: হোয়াটসঅ্যাপেই এবার কল করা যাবে ফেভারিট-দের। সম্প্রতি একটি বিবৃতিতে এমনটা জানিয়েছে মেটা।

Continues below advertisement

কলকাতা: এতদিন ফোনের ডায়াল লিস্টে ছিল এই সুবিধা। চাইলেই পছন্দের ব্যক্তিদের ফেভারিটের তালিকায় রাখা যেত। সেখান থেকে হুট বলতেই ছুট কল করা যেত। এবার হোয়াটসঅ্যাপেও সেই সুবিধা আসতে চলেছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপবেটাইনফো (WhatsApp Beta info) এমনটাই জানিয়েছে। মেটার এই অ্যাপে এবার থকে পছন্দের ব্যক্তিদের ফেভারিট লিস্টে রাখা যাবে। তেমনই একটা অপশন আনবে হোয়াটসঅ্যাপ। সেই লিস্টে থাকা ব্যক্তিদের চটজলদি ফোন করা যাবে। খুব শিগগির একটি আপডেটে এই নতুন ফিচার নিয়ে আসছে মেটা। 

Continues below advertisement

কেমন হবে নতুন ফিচার ?

হোয়াটসঅ্যাপবেটার (WhatsApp update) বিবৃতিতে বলা হয়েছে, কলের জন্য বরাদ্দ ট্যাবের উপরে থাকবে ফেভারিট কনট্যাক্টের লিস্ট (WhatsApp favourite Contact Feature)। সেখান থেকে স্পিড ডায়ালের মতো ফোন করা যাবে নির্দিষ্ট ব্যক্তিকে। একবার ট্য়াপ করলেই সেই সুবিধা পাওয়া যাবে। ঠিক যেমনটা হয়ে থাকে এমার্জেন্সি কনট্যাক্টের ক্ষেত্রে। মূলত তেমনই একটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। 

মিটিং অ্যাপের মতো সুবিধা

এর আগেও কলিংয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি আপডেট নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। আগে গ্রুপ কলিং পরিষেবার ব্যবস্থা ছিল না। পরে বিভিন্ন মিটিং অ্যাপের আদলে সেই বিশেষ ফিচারটি আনা হয়। এক ছাদের তলায় সব সুবিধা দেওয়ার জন্য সম্প্রতি স্ক্রিন শেয়ারিং অপশনও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এই পরিষেবা মূলত গুগল মিট, জুমের মতো মিটিং অ্যাপগুলিতে উপলব্ধ ছিল। হোয়াটসঅ্যাপের গ্রুপ কলকে উন্নত করতেই স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা নিয়ে আসে মেটা কর্তৃপক্ষ। এবার ফোন অ্যাপের সঙ্গেও টক্কর দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। 

চাপে পড়তে পারে ফোন অ্যাপ

হোয়াটসঅ্যাপ কলিংয়ের পরিষেবা যত উন্নত হয়েছে, ততই এটি উন্নত বিকল্প হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়েছে এর কলিং ফিচার। এবার এমার্জেন্সি অর্থাৎ জরুরি সময়েও হোয়াটসঅ্যাপের দরকারি অ্যাপ হিসেবে নিজেকে সাজাচ্ছে বলেই মত অনেকের। এর নতুন ফিচার এলে কিছুটা চাপে পড়বে বিভিন্ন সংস্থার ফোন অ্যাপ। এছাড়া মোবাইল কোম্পানিগুলির ইন বিল্ট অ্যাপের বিকল্প হয়ে উঠতে পারে।

আইফোনে পাসকি

প্রসঙ্গত, এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের সুরক্ষা বাড়ানোর দিকে নজর দিয়েছে মেটা। অ্যান্ড্রয়েড ফোনের জন্য পাসওয়ার্ড লক ও টাচ লকের সুবিধা নিয়ে এসেছিল সংস্থা। এবার আইফোনেও একই ফিচার এনেছে মেটা কর্তৃপক্ষ। নতুন ভার্সনে পাসকি আপডেট আনা হয়েছে।

আরও পড়ুন - UPI Transactions Disrupted: একাধিক ব্যাঙ্কের সার্ভার ডাউন, বিভ্রাট UPI লেনদেনে; ভোগান্তি ব্যবহারকারীদের

Continues below advertisement
Sponsored Links by Taboola