Whatsapp: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ হামেশাই নতুন নতুন ফিচার (Whatsapp Features) লঞ্চ করে। এবার তারা এমন একটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে যার সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ স্টেটাস (Whatsapp Status) ভয়েস নোট (Voice Note)শেয়ার  করতে পারবেন। বর্তমানে ইউজাররা হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও শেয়ার করতে পারেন। তবে নতুন ফিচার চাল্য হয়ে গেলে আগামী দিনে ইজাররা হয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোটও শেয়ার করতে পারবেন। শোনা গিয়েছে, আপাতত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই ফিচারের টেস্টিং শুরু করেছেয়াইওএস বিটা ভার্সানে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo এই তথ্য প্রকাশ্যে এনেছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানের ক্ষেত্রেও এই ফিচার নিয়ে কাজকর্ম চলছে। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ স্টেটাসে ৩০ সেকেন্ড পর্যন্ত ভয়েস নোট শেয়ারের সুযোগ পাবেন ইউজাররা। তার সঙ্গে আবার যোগ করা যাবে টেক্সটও। হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে যেখানে মেসেজ লেখা হয়, সেখানে মাইক্রোফোন চিহ্নে ট্যাপ করে ভয়েস নোট রেকর্ড করতে পারবেন আপনি। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে সমস্ত ইউজারদের জন্য কবে এই ফিচার চালু হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অনুমান এই ফিচার চালু হতে হয়তো আর বেশি দেরি নেই। 


হোয়াটসঅ্যাপ ওয়েবে স্ক্রিন লক ফিচার


স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে ইউজারদের অ্যাকাউন্ট অনেক বেশি সুরক্ষিত থাকে, কারণ স্ক্রিন লক (Scren Lock) করার সুবিধা রয়েছে। তবে হোয়াটসঅ্যাপের ওয়েব (Whatsapp Web) ভার্সানে এই ফিচার নেই। তার ফলে যদি কখনও ইউজার ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সান চালু করে কিছু সময়ের জন্য নিজের ডিভাইস থেকে দূরে থাকেন, তাহলে সেই সময় অন্য কেউ চাইলে আপনার অ্যাকাউন্টে উঁকিঝুঁকি মারতে পারবেন। তবে এই সমস্যাও খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে। কারণ এবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানেও চালু হতে চলেছে স্ক্রিন লকের সুবিধা। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo- র তরফেই একথা প্রকাশ্যে আনা হয়েছে। এই সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানের এই নয়া ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু করবে বিটা ইউজারদের ক্ষেত্রে। 


হোয়াটসঅ্যাপ ওয়েবেও কল এবং কল হিস্ট্রি দেখার ফিচার


হোয়াটসঅ্যাপ ওয়েবে একটি নতুন ট্যাব যুক্ত হতে চলেছে। এই নতুন ট্যাবের সাহায্যে ফোনের মতো এবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানেও দেখা যাবে হোয়াটসঅ্যাপ কলের হিস্ট্রি। ইতিমধ্যেই কিছু বিটা টেস্টার (Beta Tester) এই ফিচার দেখতে পেয়েছেন বলেও শোনা গিয়েছে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে কল করার অর্থাৎ ফোন করার সুবিধাও চালু হতে চলেছে বলে শোনা গিয়েছে।  


আরও পড়ুন- অ্যাপেল-গুগল ট্যুইটারকে নিষিদ্ধ করলে নিজেই ফোন তৈরি করবেন ইলন মাস্ক! হুঁশিয়ারি ট্যুইটার সিইও-র