WhatsApp Update: আর কয়েকদিন পরেই নতুন বছর শুরু হবে। আর এই নতুন বছরের আগে বড় তথ্য সামনে এল। মেটার জনপ্রিয়তম সমাজমাধ্যম হোয়াটসঅ্যাপ (WhatsApp Update) জানুয়ারি মাস থেকেই বন্ধ হয়ে যাবে বেশ কিছু ফোনে। হোয়াটসঅ্যাপ যেহেতু নিরন্তর তার ফিচার্স অত্যাধুনিক করার চেষ্টা করে চলেছে, মাঝে মাঝেই সিস্টেম আপডেট করে হোয়াটসঅ্যাপ (WhatsApp Features), এবার জানা গেল বেশ কিছু পুরনো স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ।


বিস্তারিত


২০ ডিসেম্বর এইচডিব্লগে প্রকাশিত তথ্য অনুসারে, ২০টিরও বেশি অ্যান্ড্রয়েড মোবাইলে ১ জানুয়ারি থেকেই আর চলবে না হোয়াটসঅ্যাপ। ফলে নতুন বছরের শুরু থেকেই এই সমস্ত ফোনে কাজ হবে না এই সমাজমাধ্যমে। এই সমস্ত ফোনগুলিতে কিটক্যাট বা তাঁর আগের ভার্সনের অ্যান্ড্রয়েড সিস্টেম রয়েছে, এগুলিতে আর হোয়াটসঅ্যাপ চলবে না বলেই জানা গিয়েছে।


শুধু হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুক, ইনস্টাগ্রামের মত মেটার অ্যাপও আর এই ধরনের ফোনে চলবে না জানুয়ারি মাস থেকে। এই তালিকার মধ্যে বেশ কিছু ব্র্যান্ডও রয়েছে। দেখে নিন আপনার স্মার্টফোনটি এই তালিকায় আছে কিনা।


কোন কোন ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ


স্যামসাং গ্যালাক্সি এস থ্রি


স্যামসাং গ্যালাক্সি নোট ২


স্যামসাং গ্যালাক্সি এস থ্রি


স্যামসাং গ্যালাক্সি এস ৪ মিনি


মোটো জি (ফার্স্ট জেনারেশন)


মোটোরোলা রেজর এইচডি


মোটো ই ২০১৪


এইচটিসি ওয়ান এক্স


এইচটিসি ওয়ান এক্স প্লাস


এইচটিসি ডিজায়ার ৫০০


এইচটিসি ডিজায়ার ৬০১


এইচটিসি অপটিমাস জি


এইচটিসি নেক্সাস ৪


এলজি জি২ মিনি


এলজি এল৯০


সোনি এক্সপেরিয়া জেড


সোনি এক্সপেরিয়া এসপি


সোনি এক্সপেরিয়া টি


সোনি এক্সপেরিয়া ভি


কী কারণ


এই ধরনের ডিভাইসগুলি প্রায় ১০ বছরের কাছাকাছি পুরনো। যে সমস্ত ব্যবহারকারীর কাছে ৫ থেকে ৬ বছরের পুরনো ডিভাইস রয়েছে, সেগুলিতে কোনো সমস্যা হবে না। কিন্তু এই তালিকাভুক্ত ফোন ব্যবহার করলে আপনাকে সত্বর হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাক আপ নিয়ে রাখতে হবে গুগল অ্যাকাউন্টে। এর ফলে সহজেই নতুন ফোনে আপনার হোয়াটসঅ্যাপ ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আগের ব্যাক আপ পেয়ে যাবেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: WhatsApp Scam: অনলাইনে ব্যাঙ্কের KYC করতে গিয়েই ৬.৬ লক্ষ টাকা খোয়ালেন যুবক, এই ভুল আপনিও করছেন না তো ?