কলকাতা: নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ (WhatsApp Update)। এবার একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যাবে চারটে ফোন থেকে। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ক্ষেত্রেই এই ফিচার ব্যবহারের সুবিধা থাকছে। এদিন মার্ক জুকারবার্গ ফেসবুক পোস্টে এই খবর জানিয়েছেন।                 

  


 



 


 



নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ: হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, কোনও ফোনে আগে থেকেই সংশ্লিষ্ট অ্যাকাউন্ট লগ ইন থাকলে অন্য ফোনেও করা যাবে। যেখানে চ্যাট শেষ হয়েছিল, সেখান থেকেই আবার চ্যাট শুরু করা যাবে বাকি ফোনগুলিতে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে, একই বিজনেস অ্যাকাউন্ট নিজের ফোন থেকে ক্রেতাকে রিপ্লাই করতে পারবেন কোনও কর্মচারী।                                          


 এদিকে হোয়াটসঅ্যাপ চ্যানেল (Whatsapp Channels), এই নতুন ফিচার ইউজারদের ব্রডকাস্ট ইনফরমেশন (Broadcasting Information) পাঠাতে সাহায্যে করবে। অ্যাপের মধ্যেই একাধিক ইউজারকে ব্রডকাস্ট ইনফরমেশন পাঠাতে সাহায্য করবে হোয়াটসঅ্যাপ চ্যানেল। আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সম্প্রতি 'কিপ ইন চ্যাট' ফিচার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। এর মাধ্যমে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ মুছে যাওয়া থেকে আটকানো যাবে। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা খুব তাড়াতাড়ি রিড অনলি চ্যানেল বলে একটি ফিচার লঞ্চ করতে চলেছে যা ইউজারদের কোনও আপডেট পোস্ট করতে সাহায্য করবে এবং অন্যান্য ইউজাররা এই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপের রেগুলার চ্যাটের মতো এই চ্যানেল হয়তো এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে না। তবে এইসব চ্যানেলের জন্য ইউজারদের মেম্বারশিপের বিষয়টি প্রাইভেট থাকবে বলে শোনা গিয়েছে।


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- র মাধ্যমে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ আইওএস- এর লেটেস্ট বিটা ভার্সানে মেটা অধিকৃত মেসেজিং সার্ভিস তাদের স্ট্যাটাস ট্যাব আপডেট করেছে একটি নতুন চ্যানেল সেকশনের মাধ্যমে। এই বিভাগে এলে ইউজাররা ফাইন্ড চ্যানেল বাটনের মাধ্যমে নতুন চ্যানেল খুঁজে পাবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে ইউজারদের ব্যক্তিগত তথ্য দেখা যাবে না। অর্থাৎ ইউজারদের নাম এবং ফোন নম্বর দেখা যাবে। এমনটাই জানা গিয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- র মাধ্যমে। 


আরও পড়ুন: Home WiFi:রাতেও WiFi অন রেখে ঘুমোন? হতে পারে ভয়ঙ্কর ক্ষতি