Whatsapp New Feature: হোয়াটসঅ্যাপে 'ডিসঅ্যাপিয়ারিং মেসেজ' (Whatsapp Disappearing Message) ফিচার অনেকদিন আগেই চালু হয়েছে। শোনা যাচ্ছে, এই ফিচারে এবার নতুন আপডেট যুক্ত করতে চলেছে মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং (Instant Messaging App) অ্যাপ হোয়াটসঅ্যাপ। এমন ফিচার চালু হতে চলেছে যার সাহায্যে ইউজাররা মেসেজ ডিসঅ্যাপিয়ার অর্থাৎ উধাও হওয়া বা মুছে যাওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। এই ফিচার চালু হলে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ সংগ্রহ করে রাখতে পারবেন ইউজাররা। গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে বিটা 2.23.8.3 আপডেট উপলব্ধ হয়েছে। এখানেই এই নতুন ফিচার পাওয়া যাবে। বিটা টেস্টাররা প্রথমে সুযোগ পাবেন। আপাতত এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo-র মাধ্যমে এই আপডেট সম্পর্কে জানা গিয়েছে। এই নতুন আপডেট চালু হলে চ্যাট হেডারে থাকবে একটি বুকমার্ক আইকন।
একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচার সব ইউজারদের জন্য চালু হলে বুকমার্ক আইকন বেছে নিয়ে ইউজাররা মেসেজ ডিসঅ্যাপিয়ার হওয়া থেকে আটকাতে পারবেন। যদি পরে আবার পুনরুদ্ধার করা মেসেজ ডিলিট করতে চান তাহলে 'আনকিপ' আইকন সিলেক্ট করলে ওই মেসেজ চিরতরে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আর এই মেসেজ উদ্ধার করা যাবে না। আপাতত হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট ভার্সানে এই ফিচার যুক্ত হয়েছে। কিছু সংখ্যক বিটা টেস্টার সুবিধা পাচ্ছেন। আগামী দিনে সব ইউজারদের জন্যই হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং ফিচারের এই আপডেট উপলব্ধ হবে।
মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপের জন্য ১৫টি নতুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ডিউরেশন নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ হল এমন একটি ফিচার যার সাহায্যে ইউজারের পাঠানো মেসেজ নির্দিষ্ট সময় পরে ডিলিট হয়ে যায়। এই নির্দিষ্ট সময় সেট করে রাখা যায়। বর্তমানে তিনটি ডিউরেশন সেট করার অপশন রয়েছে ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৯০ দিন। এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo। তবে এই ডিউরেশনের তালিকাতেই নতুন করে ১৫টি অপশন যুক্ত হতে চলেছে। এবার যুক্ত হবে- এক বছর, ১৮০ দিন, ৬০ দিন, ৩০ দিন, ২১ দিন, ১৪ দিন, ৬ দিন, ৫ দিন, ৪ দিন, ৩ দিন, ২ দিন, ১২ ঘণ্টা, ৬ ঘণ্টা, ৩ ঘণ্টা এবং ১ ঘণ্টা। নতুন এইসব ডিউরেশন চালু হলে নিঃসন্দেহে ইউজারদের হাতে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ প্রসঙ্গে আরও আরও নিয়ন্ত্রণ আসবে। এছাড়াও ডিসঅ্যাপিয়ারিং মেসেজ পাঠানোর ক্ষেত্রেও একটু সুবিধা হবে।
আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে পারে ভিভো এক্স৯০ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হবে?