Whatsapp Features: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আইওএস (iOS Users) ইউজারদের জন্য নতুন দুটো ফিচারের রোল আউট শুরু করেছে। এর মধ্যে একটি ফিচার হল ইউজাররা ভয়েস স্টেটাস আপডেট দিতে পারবেন। ইউজারের কনট্যাক্টে লিস্টে থাকা সকলে দেখতে পাবেন এই ভয়েস স্টেটাস আপডেট। এর সঙ্গে অতি অবশ্যই যুক্ত থাকবে প্রাইভেসি সেটিংস। আরও একটি দারুণ ফিচারের রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এক্ষেত্রে ছবির মধ্যে থেকে টেক্সট ডিটেক্ট করা যাবে। সরাসরি ছবি থেকেই বেছে নেওয়া যাবে টেক্সট। তবে নতুন এই দুই ফিচারের রোল আউট আইওএস ইউজারদের জন্যই শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। অতএব বোঝাই যাচ্ছে যে, আইওএস ভার্সানেই এই দুই ফিচার আগে লঞ্চ হবে বা চালু হবে। বিটা টেস্টিংয়ের পর অনেক ইউজারের ক্ষেত্রেই এই ফিচারের সুবিধা চালু হয়েছে। তবে এখনও অনেককেই এই আপডেটেড ফিচার ব্যবহারের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আইওএস ভার্সানের লেটেস্ট আপডেটে এই দুই ফিচারের সুবিধা পাবেন ইউজাররা। 


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, আইওএস ইউজাররা এখন ভয়েস রেকর্ড করে তা স্টেটাসে শেয়ার করতে পারবেন। ৩০ সেকেন্ডের ভয়েস নোট শেয়ার করা যাবে। ইউজাররা নিজেদের চ্যাট থেকে স্টেটাসেও ভয়েস নোট পাঠাতে অর্থাৎ ফরওয়ার্ড করতে পারবেন। হোয়াটসঅ্যাপের iOS 23.5.75- এই ভার্সানে নতুন এই আপডেট যুক্ত হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপে আইওএস ইউজারদের জন্য আরও একটি ফিচারের রোল আউট করা হয়েছে। সেখানে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন সেটা না থামিয়েই ইউজার অন্যান্য কাজ করতে পারবেন। এটি একটি মাল্টি টাস্কিং ফিচার। হোয়াটসঅ্যাপের iOS 23.3.77 ভার্সানে এই ফিচারের রোল আউট চলছে। এখানেই যুক্ত হয়েছে নতুন একটি আপডেট। সেই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপের ছবি থেকে সরাসরি টেক্সট ডিটেক্ট করতে পারবেন ইউজাররা। অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন আইফোনে এই ফিচার কাজ করবে। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপের iOS 23.5.75 ভার্সানে আপডেট করা থাকলে তবেই অ্যাপে এই সুবিধা পাবেন ইউজাররা। 


অন্যদিকে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের জন্য একটি নতুন ফিচারের রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যদের ফোন নম্বরের পরিবর্তে নাম দেখা যাবে। চ্যাট লিস্টের ক্ষেত্রে এই নতুন ফিচার যুক্ত করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই নতুন আপডেট হোয়াটসঅ্যাপে যুক্ত হলে কোনও অচেনা নম্বর থেকে মেসেজ এলে ওই ইউজারের ফোন নম্বরের পরিবর্তে নাম দেখা যাবে। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের বুঝতে সুবিধা হবে যে কে মেসেজ করছেন। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং গ্যালাক্সি এ৩৪ ৫জি, দাম কত? কী কী ফিচার রয়েছে