কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে রামনবমী-বিতর্ক (Ram Navami)। রামনবমী উদযাপনের অনুমতি দিয়েও প্রত্যাহারের অভিযোগ করল বিজেপি। 


উদযাপনের অনুমতি দিয়েও প্রত্যাহার: রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গাতে আয়োজন করা হয়েছে মিছিল ও শোভাযাত্রার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমীর উদযাপনের অনুমতির পরেও তা প্রত্যাহারের অভিযোগে সরব হল বিজেপি। তাদের অভিযোগ ভয়েই এই অনুমতি প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু তাই নয় তৃণমূল, সিপিএমকে একযোগে আক্রমণ করেছে তারা। সোশাল মিডিয়ায় পোস্ট করে বঙ্গ বিজেপি লিখেছে, 'অতিবাম ছাত্র সংগঠনের ভয়েই অনুমতি প্রত্যাহার করেছে যাদবপুর কর্তৃপক্ষ। তৃণমূল ও সিপিএম উভয়ই একই মুদ্রার দুই পিঠ। বাংলার স্বার্থে কাউকেই বিশ্বাস করা যায় না।'


 





এবিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "এর আগে ব়্যাগিং করে একটা ছাত্রকে মেরে ফেলার পরে যুব মোর্চার প্রতিবাদে আমি গিয়েছিলাম। আমাকে কীভাবে গাড়ি সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন, দেখিয়েছেন। এই রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী গ্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে, প্রশ্রয়ে পালন করার চেষ্টা হচ্ছে। এই কাজে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দোসর সিপিএম।'' 


পাল্টা বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূলও। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "বঙ্গ বিজেপি বিশ্ববিদ্যালয় চত্বরে সরস্বতী পুজো করতে না চেয়ে কেন রামনবমী করতে চায়, সেটাই তারাই ব্যাখ্যাই পারবে। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। আমার ধর্ম যেন অন্যের ধর্মকে আঘাত না করে। বিশ্ববিদ্যালয় স্বশাসিত সংস্থা। রাজ্যপাল প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে অচলাবস্থা তৈরির চেষ্টা করেছেন সেই জায়গায় হয়ত বিশ্ববিদ্যালয় মনে করেছে এটা করা উচিত। শুধু বিশ্ববিদ্যালয় কেন এমনকী হাইকোর্টও নিয়ম বেঁধে দিয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  




আরও পড়ুন: Coochbehar News: লোডশেডিং করে কর্মীদের মারধর! তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির