Whatsapp Features: হোয়াটসঅ্যাপের (Whatsapp) মেসেজে রিঅ্যাকশন দেওয়ার সুবিধা প্রায় দু’মাস হল চালু হয়ে গিয়েছে। বিভিন্ন ইমোজি (Emoji) দিয়ে এই রিঅ্যাকশন দেওয়া যায়। তবে প্রাথমিক ভাবে এই ইমোজির সংখ্যা ছিল ছয়টি। সম্প্রতি জানা গিয়েছে যে, এবার থেকে ইউজাররা হোয়াটসঅ্যাপের মেসেজে সব ধরনের ইমোজি দিয়েই রিঅ্যাকশন (Whatsapp Message Reaction) দিতে পারবেন। হোয়াটসঅ্যাপের পেরেন্ট কোম্পানি মেটা- র (Meta) সিইও মার্ক জুকেরবার্গ ইনস্টাগ্রামে পোস্ট করে এই সুখবর জানিয়েছেন। প্রায় দু’মাস আগে হোয়াটসঅ্যাপের এই মেসেজ রিঅ্যাকশন ফিচার রোলআউট হয়েছিল। তারপর এবার এই ফিচার সংক্রান্ত নতুন আপডেট পাওয়া গিয়েছে।


 






প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের রিঅ্যাকশন ফিচার চালু হয়েছিল মে মাসের শুরুর দিকে। এর আগে প্রায় চার বছর ধরে এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আসলে অন্যান্য বেশ কিছু মাধ্যম যেমন টেলিগ্রাম, আইমেসেজ, Slack এমনকি ইনস্টাগ্রামও---- হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী। তাদের থেকে একটু এগিয়ে থাকার জন্যই হোয়াটসঅ্যাপ মেসেজে রিঅ্যাকশন দেওয়ার জন্য এবার সবরকমের ইমোজির ব্যবহার চালু করেছে সংস্থা। ইনস্টাগ্রাম পোস্টে সুখবর জানিয়ে মার্ক জুকেরবার্গ নিজের পছন্দের কয়েকটি ইমোজির ছবি দিয়েওছেন। সেই তালিকায় রোবটের মুখ, ফ্রেঞ্চ ফ্রাই, সানগ্লাস পরা মুখের সঙ্গে আরও বেশ কয়েকটি ইমোজি রয়েছে।


চলতি বছর এপ্রিল মাসে প্রথম হোয়াটসঅ্যাপ মেসেজে রিঅ্যাকশন হিসেবে ইমোজি দেওয়া যাবে একথা শোনা গিয়েছিল। তখন থেকেই চর্চায় ছিল হোয়াটসঅ্যাপের এই ফিচার। প্রথমে ছয়টি ইমোজি নিয়ে এই ফিচার চালু হলেও, এবার সব ধরনের ইমোজি নিয়েই মেসেজ রিঅ্যাকশন ফিচার চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। এই সুখবর পেয়ে খুশি ইউজাররাও। অনেক সময় হোয়াটসঅ্যাপের সব মেসেজের উত্তর দেওয়া হয়তো সম্ভব হয় না। এদিকে মেসেজ দেখে উত্তর না দিলে অন্য প্রান্তের ইউজার বিরক্ত হতে পারেন। সেক্ষেত্রে এই ইমোজি রিঅ্যাকশন সত্যিই খুব উপযোগী একটি ফিচার। আর বিভিন্ন ধরনের ইমোজি প্রায় সব বয়সিদেরই পছন্দ। তাই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার যে বেশ জনপ্রিয় হবে সেটা আন্দাজ করা হচ্ছে।  


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের 'কম্পানিয়ন মোড', কী সুবিধা দেবে নতুন ফিচার?