WhatsApp: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপ। মেটা (Meta) অধিকৃত এই অ্যাপে একটি নতুন ফিচার চালু হতে চলেছে বলে সম্প্রতি শোনা গিয়েছে। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ (WhatsApp Features) এমন একটি ফিচার নিয়ে কাজকর্ম করছে যার সাহায্যে ইউজারের প্রোফাইলের তথ্য পাওয়া যাবে চ্যাটের মধ্যেই। অর্থাৎ ইউজারদের চ্যাটের মধ্যেই কনট্যাক্ট নেমের তলায় ওই প্রোফাইলের বাকি তথ্য দেখা যাবে। আপাতত শোনা গিয়েছে, অ্যান্ড্রয়েই মাধ্যমেই হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হতে পারে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৫.১১ আপডেট যা গুগল প্লে স্টোরে রয়েছে সেখানে দেখা গিয়েছে সংস্থা নতুন ফিচার নিয়ে কাজকর্ম করছে। অর্থাৎ আগামী দিনে অ্যান্ড্রয়েডের ভার্সানের একদম লেটেস্ট আপডেটে এই ফিচারের সুবিধা পাবেন ইউজাররা।


নতুন ফিচারের মাধ্যমে কী অতিরিক্ত সুবিধা পাবেন ইউজাররা


চ্যাটে কথা বলার সময় যদি সেই ইউজাররা যাঁর সঙ্গে কথা বলছেন তাঁর কনট্যাক্ট নেমের তলাতেই প্রোফাইলের বাকি তথ্য দেখতে পান তাহলে পুরো ব্যাপারটা অনেক স্বচ্ছ হবে। আপনি কার সঙ্গে কথা বলছেন তাঁর ব্যাপারে সবটা দেখা যাবে। WABetaInfo জানিয়েছে, যখন কনট্যাক্ট অফলাইন থাকবেন তখন দেখা যাবে এই প্রোফাইল ইনফো। সেটিংস স্বাভাবিক থাকলে ওই কনট্যাক্টের অনলাইন স্টেটাস, লাস্ট সিন, সবই দেখা যাবে। মূলত আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি আপনার সঙ্গে কথোপকথনে কীরকম ফিডব্যাক দিচ্ছেন সেটাও কিছুটা বোঝা যাবে এই নতুন ফিচারের মাধ্যমে। আর আলাদা করে কনট্যাক্টের প্রোফাইলে গিয়ে তথ্য দেখতে হবে না। বরং ইউজাররা চ্যাট চলাকালীনই সবটা দেখার সুযোগ পাবেন। আপাতত এই ফিচার নিয়ে কাজ চলছে। কবে চালু হবে তা জানা যায়নি এখনও।


হোয়াটসঅ্যাপে এআই চ্যাটের শর্টকাট


হোয়াটসঅ্যাপে আসতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) অর্থাৎ এআই (AI) ভিত্তিক চ্যাট ফিচার। আর তার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপের ডিজাইন কিছুটা পরিবর্তন হবে। নতুন রূপে কেমন হবে হোয়াটসঅ্যাপের ডিজাইন সেটারই রোল আউট শুরু হয়েছে বিটা ভার্সানে। আপাতত অ্যান্ড্রয়েডেই এই ফিচারের রোল আউট শুরু হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরের শুরুর দিকে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছিল, তারা এআই চ্যাটবোটের সাপোর্ট চালু করার জন্য কাজকর্ম শুরু করেছে। সূত্রের খবর, বর্তমানে এআই ভিত্তিক এই পরিষেবা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সংখ্যক ইউজার পাচ্ছেন। 


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে জানা গিয়েছে, যদি গুগল প্লে স্টোর থেকে অ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ২.২৩.২৪.২৬ এই ভার্সান আপডেট করা হয় তাহলে কিছু ইউজার নতুন শর্টকাট দেখতে পাবেন যা এআই ভিত্তিক চ্যাটের জন্য তৈরি হয়েছে। মূল চ্যাট লিস্টের ডানদিকে একটি ফ্লোটিং অ্যাকশন বাটন থাকছে। সাদা রঙের একটি বাটনের চারদিকে রয়েছে বিভিন্ন রঙ দিয়ে তৈরি একটি রিং। নতুন চ্যাট বাটনের উপরে এটি দেখা যাবে।


আরও পড়ুন- ভারতের স্মার্টফোনের বাজারে ৩০ হাজার টাকার কমে পাবেন এই ৫টি ডিভাইস, রইল তালিকা