Whatsapp: বিভিন্ন ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের মধ্যে বিশ্বের অন্যতম জনপ্রিয় হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। মেটা অধিকৃত এই মেসেজিং অ্যাপের রয়েছে অসংখ্য ইউজার। তবে শোনা যাচ্ছে বেশ কিছু পুরনো আইফোনে (iPhone) এবার হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে যেসব আইফোনে আইওএস ১০ এবং আইওএস ১১ সাপোর্ট রয়েছে, সেই সমস্ত আইফোনে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে। WABetaInfo- র রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ইউজারদের এই ব্যাপারে নোটিফিকেশন পাঠানো শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আগামী ২৪ অক্টোবর থেকে আইওএস ১০ এবং আইওএস ১১ সাপোর্ট যুক্ত আইফোনে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না। ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে আইওএস ১২ এবং আরও নতুন ভার্সানের সাপোর্ট যুক্ত আইফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে বা সাপোর্ট করবে।


বর্তমানে আইওএস ১০ এবং আইওএস ১১ সাপোর্ট রয়েছে দুটো আইফোনে- আইফোন ৫ এবং আইফোন ৫সি- এই দুই মডেলে। এই দুই আইফোনে আইওএস ১২ বা তার থেকে বেশি ভার্সানের আইওএস সাপোর্ট নেই। তাই এই দুই ফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হতে হবে অর্থাৎ নতুন ফোন কিনতে হবে। তবে যদি আপনার আইফোন ৫এস বা তার থেকে নতুন ফোন থাকে সেখানেও আইওএস ১০ এবং আইওএস ১১ সাপোর্ট আছে। কিন্তু এক্ষেত্রে আপনি সফটওয়্যার আপডেট করতে পারবেন। ফলে সফটওয়্যার আপডেট করলে ওই ফোন আপনি ব্যবহার করতে পারবেন।


কীভাবে আইওএস আপডেট করবেন


অ্যাপেল আইফোনে আইওএস আপডেট করতে হলে প্রথমে Settings > General > Software Update- এ যেতে হবে। তারপর ডাউনলোড করে লেটেস্ট আইওএস ভার্সান ইনস্টল করতে হবে।


আইফোন ১৪ সিরিজ


আগামী ৭ সেপ্টেম্বর অ্যাপেলের লঞ্চ ইভেন্ট ‘Far Out’- এ লঞ্চ হবে আইফোন ১৪ সিরিজ। এই সিরিজের মোট চারটি ফোন- আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ মিনি এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- এই ফোনগুলি লঞ্চ হবে। এই লঞ্চ ইভেন্টে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজ লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও লঞ্চ হতে পারে নতুন ম্যাকবুক। এর পাশাপাশি নতুন এয়ারপডস লঞ্চের কথাও শোনা গিয়েছে অ্যাপেলের আসন্ন লঞ্চ ইভেন্টে।


আরও পড়ুন- স্মার্টফোনের পর ল্যাপটপ, লঞ্চ হল টেকনো সংস্থার ল্যাপটপ মেগাবুক টি১