Xiaomi 13 Series: শাওমি ১৩ সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে আগামী ২৬ ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩-এ। ওই একই দিনে শাওমি ১৩ প্রো ফোন ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। শাওমি ১৩ সিরিজের ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। শাওমি ১৩ সিরিজে থাকতে চলেছে ভ্যানিলা মডেল শাওমি ১৩ ৫জি (Xiaomi 13 5G) এবং শাওমি ১৩ লাইট ৫জি- (Xiamo 13 Lite 5G) এই দুই ফোন। গ্লোবাল মার্কেটে এই দুই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এই দুই মডেলের দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে।


সূত্রের খবর, শাওমি ১৩ লাইট ফোন ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে, যার দাম হতে পারে EUR 499- ভারতীয় মুদ্রায় প্রায় ৪১,৩০০ টাকা। অন্যদিকে আবার শোনা গিয়েছে, এই ফোন শাওমি সিভি ২ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে পারে। শাওমি ১৩ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে এবং তার দাম হতে পারে EUR 999- ভারতীয় মুদ্রায় প্রায় ৮২,৭০০ টাকা। শাওমি ১৩ লাইট ফোনে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে পারে। 


চিনেও লঞ্চ হয়েছে শাওমি ১৩ সিরিজ, দেখে নেওয়া যাক সেই ফোনের ফিচার


শাওমি ১৩- ডুয়াল সিমের (ন্যানো) সাহায্যে এই ফোন পরিচালিত হয়। তার সঙ্গে রয়েছে MIUI 14-র সাপোর্ট। এই ফোনে একটি ৬.৭৩ ইঞ্চির OLED 2K ডিসপ্লে রয়েছে। তার সঙ্গে রয়েছে Dolby Vision, HDR10+ সাপোর্ট। এছাড়াও এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। শাওমি ১৩ ফোনের চিনের ভ্যারিয়েন্টে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম। এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে একটি Leica ব্র্যান্ডের ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। সেখানে আবার রয়েছে HyperOIS সাপোর্ট। এর সঙ্গে রয়েছে ১০ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। এই ক্যামেরা সেনসরেও রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচাররে সাপোর্ট। আর রয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


Smartphone: শোনা যাচ্ছে, রেডমি ১২সি ফোন ২৬ ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে ভারত এবং গ্লোবাল মার্কেটে। তবে নিশ্চিত ভাবে কোনও তথ্যই এখনও প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে, এই ফোন লঞ্চ হতে পারে তিনটি রঙে। চিনে অবশ্য চারটি রঙে লঞ্চ হয়েছিল রেডমি ১২সি ফোন। তবে গ্লোবাল মার্কেট এবং ভারতে এই ফোন লঞ্চ হতে পারে গ্রাফাইট গ্রে, মিন্ট গ্রিন এবং ওশান ব্লু- এই তিনটি রঙের শেডে। এছাড়াও শোনা যাচ্ছে, রেডমি ১২সি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট দুটো কনফিগারেশনে লঞ্চ হতে পারে। তার মধ্যে একটি হল ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। অন্যটি হল ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।