Xiaomi 13 Pro: চলতি বছরের শুরুর দিকে শাওমি ১৩ সিরিজ (Xiaomi 13 Series) লঞ্চ হয়েছিল। এই স্মার্টফোন সিরিজে রয়েছে শাওমি ১৩ (Xiaomi 13), শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) এবং শাওমি ১৩ লাইট (Xiaomi 13 Lite)- তিনটি ফোন। আগামী ১৮ এপ্রিল লঞ্চ হতে পারে শাওমি ১৩ আলট্রা (Xiaomi 13 Ultra), যা প্রিমিয়াম ফোন হিসেবে শাওমি ১৩ সিরিজে যুক্ত হবে। Leica ব্র্যান্ডের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই শাওমি ১৩ আলট্রা ফোনে। এছাড়াও থাকতে পারে ৪৯০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। তবে এই ফোন লঞ্চের আগে গ্রাহকদের জন্য সুখবর আনল শাওমি সংস্থা। এবছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল শাওমি ১৩ প্রো। ভারতে এই ফোনের দাম একধাক্কায় ১০ হাজার টাকা কমেছে। লঞ্চের সময় ফোনের দাম ছিল ৭৯,৯৯৯ টাকা। এখন কেনা যাচ্ছে ৬৯,৯৯৯ টাকায়। সারা এপ্রিল মাস জুড়ে চলবে এই অফার 


শাওমি ১৩ প্রো ফোনের দাম এবং অফার


লঞ্চের সময়ে এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মোডেলের দাম ছিল ৭৯,৯৯৯ টাকা। শাওমি ফ্যান ফেস্টের সময় সংস্থা জানিয়েছিল এই ফোনের দাম কমে হয়েছে ৭১,৯৯৯ টাকা। এর পাশাপাশি শাওমি এবং রেডমি ইউজারদের লয়ালটি ডিসকাউন্ট দিচ্ছে কর্তৃপক্ষ। তার ফলে আরও ২০০০ টাকা কমেছে ফোনের দাম। ফলে নতুন দাম ৬৯,৯৯৯ টাকা। অর্থাৎ মোট ১০ হাজার টাকা দাম কমেছে এই ফোনের। সেরামিক হোয়াইট এবং সেরামিক ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ হয়েছে শাওমি ১৩ প্রো ফোন। 


শাওমি ১৩ প্রো ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট। এছাড়াও রয়েছে ৬.৭৩ ইঞ্চির 2K OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • শাওমি ১৩ প্রো ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম।

  • এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্টে। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে শাওমি ১৩ প্রো ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে আরও দুটো ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • শাওমি ১৩ প্রো ফোনে রয়েছে ৪৮২০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- ভারতে হাজির ভিভো টি২ এবং ভিভো টি২এক্স ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?