Xiaomi 13 Pro: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৩ সিরিজের (Xiaomi 13 Series) প্রো মোডেল। লঞ্চের সময় শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) ফোনের দাম প্রকাশ করেনি সংস্থা। তবে এবার জানা গিয়েছে, শাওমি ১৩ প্রো ফোনের দাম। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯৯৯ টাকা। অর্থাৎ প্রায় ৮০ হাজার টাকা। তবে এই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ইনস্ট্যান্ট ১০ হাজার টাকা ছাড় পেতে পারেন যদি আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে এই ফোন কেনেন। তাহলে শাওমি ১৩ প্রো ফোনের দাম কমে হবে ৬৯,৯৯৯ টাকা। অন্যদিকে আবার ভারতে শাওমি ১৩ সিরিজের প্রো ফোন লঞ্চের পর শাওমি ১২ প্রো ফোনের দাম কমেছে। শাওমি ১৩ প্রো ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং ৪৮২০ এমএএইচ ব্যাটারি। তবে শাওমি ১৩ প্রো ফোন ভারতে লঞ্চ হলেও শাওমি ১৩ ভ্যানিলা মডেল ভারতে কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। 


শাওমি ১৩ প্রো ফোনের বিক্রি শুরু হবে ১০ মার্চ থেকে। ই-কমার্স সংস্থা অ্যামাজন, Mi.com, Mi Home, বিভিন্ন রিটেল পার্টনার এবং এমআই স্টুডিও থেকে এই ফোন কেনা যাবে। ১০০০ জন ক্রেতার জন্য চালু হবে আর্লি সেল। সেটা শুরু হবে ৬ মার্চ থেকে। এই সেল চলবে Mi.com, Mi Home, Mi Studios-এ। শাওমি ১৩ প্রো merchandise box পাবেন এই এক হাজার ক্রেতা। ভারতে এই ফোন লঞ্চ হয়েছে সেরামিক হোয়াইট এবং সেরামিক ব্ল্যকা- এই দুই রঙে। জানা গিয়েছে, শাওমি ১৩ প্রো ফোন আসলে একটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। 


Vivo V27 Series: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৭ সিরিজের (Vivo V27 Series) দুটো ফোন- ভিভো ভি২৭ (Vivo V27) এবং ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)। চিনের সংস্থা ভিভো গতবছরই এই ফোন চিনে লঞ্চ করেছিল। পয়লা মার্চ থেকে এই দুই ফোনের জন্য প্রি-বুকিং করতে পারবেন আগ্রহীরা। ভিভো ভি২৭ প্রো ফোনের বিক্রি শুরু হবে ৬ মার্চ থেকে। ভিভো ভি২৭ ফোনের বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে। Magic Blue এবং Noble Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ভি২৭ সিরিজের এই দুই ফোন। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ভিভোর অনলাইন স্টোর ও অফলাইন রিটেল পার্টনারদের থেকেও। 


আরও পড়ুন- বিশ্বের বিভিন্ন প্রান্তে 'ডাউন' ট্যুইটার পরিষেবা, ইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম নিয়ে উঠছে প্রশ্ন