Xiaomi Smartphone: এক শতাংশ চার্জেও ফোন চালু থাকবে প্রায় এক ঘণ্টা, শাওমি ১৩ আলট্রা মডেলে আর কী কী চমক রয়েছে?

Xiaomi 13 Ultra: শাওমির নতুন ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের এক ইঞ্চি IMX989 সেনসর এবং তিনটি ৫০ মেগাপিক্সেলের IMX858 সেনসর রয়েছে।

Continues below advertisement

Xiaomi Smartphone: শাওমি ১৩ আলট্রা (Xiaomi 13 Ultra) ফোন লঞ্চ হয়েছে চিনে। শাওমির এই ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোনে রয়েছে Leica ব্র্যান্ডের ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে Summicron লেন্স। এই ফোনের আর একটি বিশেষত্ব হল এখানে রয়েছে হাইবারনেশন মোড। এর সাহায্যে ফোনেব্যাটারি ১ শতাংশ থাকলেও ফোনের ব্যবহার চালু রাখা যাবে। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হয়েছে শাওমি ১৩ আলট্রা ফোন। ভারতে এই ফোন লঞ্চ হবে কিনা তা এখনও জানা যায়নি। 

Continues below advertisement

শাওমি ১৩ আলট্রা ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার

  • ৬.৭৩ ইঞ্চির AMOLED WQHD+ ডিসপ্লে রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • শাওমি ১৩ আলট্রা ফোনে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে।
  • শাওমির নতুন ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের এক ইঞ্চি IMX989 সেনসর এবং তিনটি ৫০ মেগাপিক্সেলের IMX858 সেনসর রয়েছে। Leica ব্র্যান্ডের কাস্টোমাইজড Summicron লেন্স এবং ছয়টি ফোকাল লেন্স রয়েছে এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে। 
  • ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। স্ট্রিট ফটোগ্রাফি করার জন্য রয়েছে ফাস্ট শট মোড। ০.৮ সেকেন্ডের মধ্যে ইউজার এই ফিচারের সাহায্যে ছবি তুলতে পারবেন। 
  • শাওমি ১৩ আলট্রা ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড ও ৫০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্টের মাধ্যমে পুরো চার্জ হবে মাত্র ৩৪ মিনিটে। 
  • এই ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোনের হাইবারনেশন মোডের সাহায্যে ফোনে ১ শতাংশ চার্জ থাকলেও তা চালু থাকবে ৬০ মিনিট। এই পরিস্থিতিতেও ১২ মিনিটের টকটাইম পাওয়া যাবে। এটি একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

Infinix Smartphone: ভারতে আসছে ইনফিনিক্স সংস্থার নতুন স্মার্টফোন (Infinix New Smartphone)। চলতি মাসের শেষের দিকে এই ফোন লঞ্চ হবে দেশে। জানা গিয়েছে, আগামী ২৮ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৭ এইচডি (InfinixSmart 7 HD) ফোন। 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola