Xiaomi Premium Phone: ভারতে আবারও প্রিমিয়াম স্মার্টফোন (Premium Smartphones) লঞ্চ করতে চলেছে শাওমি (Xiaomi)। এবার শাওমি ১৪ এসই (Xiaomi 14 SE) মডেল লঞ্চ হতে পারে বল শোনা যাচ্ছে। টিপস্টার অভিষেক যাদব তেমনই আভাস দিয়েছেন এক্স মাধ্যমে। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের জুন মাসে এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, শাওমি ১৪ এসই মডেল ভারতে লঞ্চ হতে পারে শাওমি সিভি ৪ প্রো (Xiaomi Civi 4 Pro) মডেলের রিব্র্যান্ডেড ভার্সান (Rebranded Version) হিসেবে। প্রসঙ্গত উল্লেখ্য, শাওমি সংস্থা এর আগে ভারতে লঞ্চ করেছে শাওমি ১৪ (Xiaomi 14) এবং শাওমি ১৪ আলট্রা (Xiaomi 14 Ultra) - এই দুই প্রিমিয়াম ফোন। এই দুই ডিভাইসের অন্যতম মূল আকর্ষণ ছিল উন্নত ও আধুনিক ক্যামেরা ফিচার। আর শাওমি ১৪ এবং শাওমি ১৪ আলট্রা ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এর আগে শোনা গিয়েছিল, শাওমি সংস্থা তাদের সিভি ৪ প্রো মডেল ভারতে লঞ্চ করবে শাওমি ৪ সিভি হিসেবে। তবে এবার নতুন করে শোনা যাচ্ছে, শাওমি সিভি ৪ প্রো মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে শাওমি ১৩ এসই মডেল।
শাওমি সিভি ৪ প্রো ফোনের কিছু ফিচার
- শাওমির এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এক্স জেন ৩ প্রসেসর রয়েছে।
- এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি OLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- শাওমি সিভি ৪ প্রো ফোনে রয়েছে দুটো ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। আর ফোনের ব্যাক প্যানেলে রয়েছে তিনটি ক্যামেরা সেনসস্র যুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা যেখানে ১২০ ডিগির ফিল্ড ভিউ পাওয়া যাবে।
- শাওমি সিভি ৪ প্রো ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৬৭ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে শাওমি সংস্থার নতুন HyperOS সফটওয়্যারের আউট অফ দ্য বক্স সাপোর্ট যা অ্যান্ড্রয়েড ১৪ যুক্ত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।