Xiaomi Independence Day Sale: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সেল দিচ্ছে শাওমি (Xiaomi)। ৬ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত চলবে শাওমি সংস্থার এই স্পেশ্যাল সেল। শাওমি ইন্ডিয়ার (Xiaomi India) চ্যানেল ছাড়াও অ্যামাজনের (Amazon India) ওয়েবসাইটে এই অফারগুলি পাবেন ক্রেতারা। তবে সেক্ষেত্রে ৬ থেকে ১১ অগস্ট পর্যন্ত পাওয়া যাবে অফার। শাওমির এই সেলে সংস্থার ফ্ল্যাগশিপ ফোন যেমন শাওমি ১২ প্রো- র দামেও থাকছে অফার। প্রথমবারের জন্য ৪৯,৯৯৯ টাকায় (আসল দামের থেকে বেশ কিছুটা কম) পাওয়া যাবে এই ফোন। শাওমি জানিয়েছে ক্রেতারা অতিরিক্ত ছাড় হিসেবে ১৩ হাজার টাকা পর্যন্ত অফার পেতে পারেন। এছাড়াও এসবিআইয়ের ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে ২০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা।  


দেখে নেওয়া যাক শাওমির স্পেশ্যাল ইন্ডিপেন্ডেন্স সেলে কোন কোন ফোনে ছাড় রয়েছে


শাওমি ১২ প্রো- শাওমি ও অ্যামাজনের সাইটে এর দাম এখন ৬২,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে কুপন ব্যবহার করে ক্রেতারা ৫০০০ টাকা ছাড় পেতে পারেন। সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৬০০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। এসবিআই- এর ক্রেডিট কার্ডে আরও অতিরিক্ত ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ মোট ছাড় ১৩ হাজার টাকা। ফলের ফোনের দাম হবে ৪৯,৯৯৯ টাকা।


শাওমি ১১টি প্রো- ৩৯,৯৯৯ টাকা আসল দাম এই ফোনের। তবে সেলে পাওয়া যাবে ২৯,৯৯৯ টাকায়। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর।


শাওমি ১১ লাইট এনই- এই ফোনের আসল দামের উপর ৯০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। তার ফলে ফোনের দাম হবে ১৮,৯৯৯ টাকা। তিন বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট থাকবে এই ফোনে।


রেডমি নোট ১১ প্রো+ ৫জি- এই ফোনের আসল দাম ২৪,৯৯৯ টাকা। তবে শাওমির স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্পেশ্যাল সেলে এই ফোন পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়। এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ফুল এইচডি প্লাস sAMOLED ডিসপকে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আর রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর।


রেডমি ১০এ- এই ফোনের আসল দাম ১৩,৯৯৯ টাকা। তবে সেলে পাওয়া যাবে ১০,৯৯৯ টাকায়।


আরও পড়ুন- ভারতে ওয়ানপ্লাস ১০টি ফোনের বিক্রি শুরু, দেখে নিন দাম ও বিভিন্ন অফার