Xiaomi Laptop: ভারতে সম্প্রতি দুটো নতুন ল্যাপটপ (Laptop) লঞ্চ করেছে শাওমি (Xiaomi)। চিনের এই সংস্থা সম্প্রতি দেশে লঞ্চ করেছে শাওমি নোটবুক প্রো ১২০জি (Xiaomi Notebook Pro 120G) এবং শাওমি নোটবুক প্রো ১২০ (Xiaomi Notebook Pro 120)। জানা গিয়েছে, শাওমির নোটবুক প্রো ১২০ সিরিজে (Xiaomi Notebook Pro 120 Series Laptop) যুক্ত হয়েছে এই দুটো ল্যাপটপ। উইন্ডোজ ১১ (Windows 11) এবং 12th-generation Intel Core i5 H-series প্রসেসরের সাপোর্ট রয়েছে শাওমির এই দুই নোটবুকে (Xiaomi Notebook)। এছাড়াও শাওমি নোটবুক প্রো ১২০ জি মডেলে রয়েছে Nvidia GeForce MX550 GPU সাপোর্ট। অন্যদিকে শাওমি নোটবুক প্রো ১২০- তে রয়েছে Intel UHD Graphics। এই সিরিজের ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চির ডিসপ্লে যেখানে ২.৫কে রেজোলিউশনের সাপোর্ট রয়েছে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও শাওমি নোটবুক প্রো ১২০ সিরিজের ল্যাপটপে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি এবং একটি 56Whr ব্যাটারি।


ভারতে শাওমি নোটবুক প্রো ১২০জি এবং শাওমি নোটবুক প্রো ১২০- এই দুই ল্যাপটপের দাম এবং উপলব্ধতা


শাওমি নোটবুক প্রো ১২০জি- র দাম শুরু হচ্ছে ৭৪,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে, শাওমি নোটবুক প্রো ১২০ ল্যাপটপের দাম ৬৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। ২০ সেপ্টেম্বর থেকে ভারতে এই দুই ল্যাপটপের বিক্রি শুরু হবে। জানা গিয়েছে, Mi.com, Mi Homes এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই দুই ল্যাপটপ কেনা যাবে।


শাওমি নোটবুক প্রো ১২০ সিরিজের এই দুই ল্যাপটপের বিভিন্ন স্পেসিফিকেশন



  • শাওমি নোটবুক প্রো ১২০জি এবং শাওমি নোটবুক প্রো ১২০- দুই ল্যাপটপেই রয়েছে উইন্ডোজ ১১ আউট অফ দ্য বক্সের সাপোর্ট। এর সাহায্যেই পরিচালিত হবে ল্যাপটপ দুটো। ১৪ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে রয়েছে ২.৫কে রেজোলিউশন। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • এই দুই ল্যাপটপেই রয়েছে 12th generation Intel Core i5-12450H CPU- এর সাপোর্ট। তার সঙ্গে যুক্ত রয়েছে ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। শাওমি নোটবুক প্রো ১২০ জি মডেলে রয়েছে Nvidia GeForce MX550 GPU সাপোর্ট। অন্যদিকে শাওমি নোটবুক প্রো ১২০- তে রয়েছে Intel UHD Graphics।

  • কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, একটি Thunderbolt 4 পোর্ট, HDMI 2.0 পোর্ট, USB 3.2 Gen 2 Type-C পোর্ট, USB 3.1 Gen 1 Type-A পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের কম্বো জ্যাক। দুটো ২ ওয়াটের স্টিরিও স্পিকার রয়েছে এই ল্যাপটপ দুটোতে। তার সঙ্গে যুক্ত রয়েছে DTS অডিও সাপোর্ট। এছাড়াও এইচডি ওয়েবক্যাম, মাইক্রোফোন, ব্যাকলিট কিবোর্ড এবং পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।


আরও পড়ুন- তিনটি ডিসপ্লে সাইজে ভারতে হাজির শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজ, দাম কত?