Xiaomi Gadgets: ভারতে আগামী ৩০ অগস্ট একটি ইভেন্ট লঞ্চ করতে চলেছে শাওমি (Xiaomi Launch Event) সংস্থা। শোনা যাচ্ছে, সেখানে একটি হাই স্পেসিফিকেশন সম্পন্ন ল্যাপটপ লঞ্চ করতে চলেছে শাওমি। এর পাশাপাশি লঞ্চ হতে পারে একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। শাওমি নোটবুক প্রো ১২০জি (Xiaomi NoteBook Pro 120G) এবং স্মার্ট টিভি এক্স সিরিজ (Smart TV X Series) ভারতে লঞ্চ হতে পারে আগামী সপ্তাহে। শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে একথা ঘোষণা করেছে শাওমি সংস্থা। সেই সঙ্গে আসন্ন স্মার্ট টিভির বেশ কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করেছে শাওমি কর্তৃপক্ষ।


Xiaomi Smart TV X Series


শোনা গিয়েছে, শাওমির আসন্ন স্মার্ট টিভি ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি- এই তিনটি ডিসপ্লে সাইজে লঞ্চ হতে পারে ভারতে। এই স্মার্ট টিভির ডিজাইনে থাকবে minimal bezels। এছাড়াও এই টিভিতে থাকতে চলেছে two-pronged stands- এর সাপোর্ট (এক একটি পাশে একটি করে স্ট্যান্ড)। 4K resolution থাকবে শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজের এই তিনটি মডেলেই। তবে Dolby Vision এবং HDR10 ফিচার এই স্মার্ট টিভিতে থাকবে কিনা তা এখনও জানা যায়নি।


Xiaomi NoteBook Pro 120G


আসন্ন ল্যাপটপ সম্পর্কে শাওমি সংস্থা অবশ্য বিশেষ কিছু তথ্য এখনও জানায়নি। বাইরের দিকে মেটালিক ফিনিশ থাকবে এই ল্যাপটপে। সঙ্গে থাকবে একটি backlit কিবোর্ড। ডিসপ্লে সম্পর্কে বিশেষ কিছু এখনও জানা যায়নি। এই ল্যাপটপে 12th Gen Intel Core প্রসেসর অথবা AMD Ryzen 6000 সিরিজের চিপসেট থাকতে পারে। শোনা যাচ্ছে, এটি একটি প্রিমিয়াম ল্যাপটপ হতে চলেছে।


শাওমির আসন্ন ল্যাপটপ এবং স্মার্ট টিভির দাম


বর্তমানে শাওমির সবচেয়ে দামি ল্যাপটপ Mi Notebook Ultra। এর দাম ৫৩,৯৯৯ টাকা। অনুমান Xiaomi NoteBook Pro 120G- র দামও এর আশপাশেই থাকতে পারে। অন্যদিকে Xiaomi Smart TV X Series- এর তিনটি ডিসপ্লে সাইজের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। বর্তমানে শাওমির এক্স সিরিজে Mi TV 5X রয়েছে। সেখানে ৪৩, ৫০ এবং ৫৫ ইঞ্চির তিনটে মডেল রয়েছে। হয়তো এই তিনটি স্মার্ট টিভির দামের সঙ্গে আসন্ন শাওমি স্মার্ট টিভির দামের সামঞ্জস্য থাকতে পারে। যদিও ফিচারে কিছু পার্থক্য থাকবে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে।


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে আসুস জেনফোন ৯, তবে অন্য নামে