Xiaomi Phone: ভারতে লঞ্চ হয়েছে শাওমির প্রথম সিনেম্যাটিক ভিশনের স্মার্টফোন (Xiaomi Cinematic Vision Smartphone)। এবার ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে শাওমি ১৪ সিভি ফোন (Xiaomi 14 Civi)। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট রয়েছে এই ফোনে। Leica ব্র্যান্ডের ক্যামেরা ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে। শাওমি ১৪ সিভি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনে একটি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। শাওমির এর ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ভারতে শাওমি ১৪ সিভি ফোন লঞ্চ হয়েছে চিনে লঞ্চ হওয়া শাওমি সিভি ৪ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে।
ভারতে শাওমি ১৪ সিভি ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে বিক্রি শুরু হবে এবং কী কী রঙে কিনতে পারবেন, আর কী কী অফার রয়েছে, দেখে নিন বিস্তারিত
ভারতে শাওমি ১৪ সিভি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৭,৯৯৯ টাকা। ক্রুজ ব্লু, মাচা গ্রিন এবং শ্যাডো ব্ল্যাক রঙে শাওমি ১৪ সিভি ফোন ভারতে কেনা যাবে। অনলাইনে এই ফোন কিনতে পারবেন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, Mi.com, Mi Home stores থেকে। অফলাইনে পাবেন শাওমির বিভিন্ন রিটেল পার্টনারদের থেকে। ২০ জুন দুপুর ১২টা থেকে এই ফোন কেনা যাবে। প্রি-বুকিং শুরু হয়েছে আজ দুপুর ২টো থেকে। যাঁরা শাওমি ১৪ সিভি ফোনের প্রি-রিজার্ভ করবেন তাঁরা রেডমি ৩ অ্যাক্টিভ পাবেন ফ্রিতে। আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহক হলে এই ফোন কেনার ক্ষেত্রে ৩০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনতে হবে। শাওমি ১৪ সিভি ফোনে তিনমাসের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও গুগল ওয়ানের ১০০ জিবি পাবেন ছয় মাসের জন্য।
শাওমি সংস্থার দাবি তাদের শাওমি ১৪ সিভি ফোনে ৮০ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিটে। এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৬.৫ ইঞ্চির স্ক্রিন।
আরও পড়ুন- ১০০০ টাকার কমে ফোন ! একবার চার্জ দিলে চালু থাকবে ১৮ দিন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।