বেজিং : রেডমি নোটের অসাধারণ সাফল্য। বিশ্ব বাজারে বিক্রি হয়েছে নোট সিরিজের ২০ কোটি ফোন। এমনই দাবি করল শাওমি। অবশেষে Redmi Note 10 পাচ্ছে চিন। আগামী ২৬ মে চিন পাচ্ছে শাওমির এই মডেল। 


ভারতীয় বাজারে আত্মপ্রকাশের পর একের পর এক হিট মডেল দিয়েছে শাওমি। যার মধ্যে সবথেকে বেশি ক্লিক করছে কোম্পানির রেডমি নোট সিরিজ। চিনা কোম্পানির তরফে দাবি করা হচ্ছে, এই সিরিজের বিক্রির জেরেই এখন বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে শাওমি। আগামী দিনে নোট সিরিজের এই জনপ্রিয়তা ধরে রাখতে চাইছে চাইনিজ টেক জায়ান্ট। ২৬ মে তাই চিনের বাজারে আনা হচ্ছে রেডমি নোট ১০।


জিএসএম এরিনার রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালে রেডমি নোট আনার পর থেকেই এই সিরিজই কোম্পানির বেস্ট সেলার। নোট ফোনের ওপর ভরসা করেই বিশ্ব বাজারে সুনাম পেয়েছে শাওমি। উইবোর অফিশিয়াল পোস্টার অনুযায়ী, রেডমি নোট ১০ ছাড়াও আরও কোনও ডিভাইস লঞ্চ করতে পারে কোম্পানি। 


টেক সাইটগুলোর মতে, ২৬ মে-র সেই মডেলে তিনটি ক্যামেরা থাকতে পারে। সাধারণ নোট ১০ ৫জি-র মতো দেখতে হলেও আলাদা স্পেসিফিকেশন থাকবে নতুন এই ফোনের। তবে ডুয়েল ফ্ল্যাস এলইডি থাকবে ফোনের অনেকটাই ওপরে। কদিন আগেই ভারতে Redmi Note 10S ও রেডমি ওয়াচ লঞ্চ করেছে চিনা কোম্পানি।


মিডিয়াটেকের হিলিও জি-৯৫ রেয়েছে এই ফোনে। রেডমি নোট ১০এস-এ দেওয়া হয়েছে মিইউআই ১২.৫। ডিপ ব্লু সি, ফ্রস্ট হোয়াইটের পাশাপাশি শ্যাডো ব্ল্যাক রঙে পাওয়া যাবে নতুন মডেল। সুপার ডিসপ্লের পাশাপাশি হাই অডিও সেট আপ থাকবে নতুন এই মডেলে। ৬.৪ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড প্যানেল থাকবে ওই ফোনে। 


৬ জিবি ৬৪ ছাড়াও ৬ জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি। বেস মডেলের দাম রাখা হয়েছে, ১৪,৯৯৯ টাকা । পাশাপাশি বেশি স্টোরেজের দাম রাখা হয়েছে ১৫,৯৯৯টাকা। রেডমি ঘড়িতে ১.৪ ইঞ্চির টিএফটি স্ক্রিন দেওয়া হয়েছে। রয়েছে ৩৫০ নিটসের পিক ব্রাইটনেস। ২.৫ ডি কার্বড গ্লাসের ডানডিকে সিঙ্গল বটন দেওয়া হয়েছে। রেডমির দাবি, একবার চার্জ দিলে ১০ দিন চার্জ থাকবে ঘড়ির। তবে ঘড়ি পুরো চার্জ করতে সময় লাগবে ২ ঘণ্টা।