নয়াদিল্লি: আগামী ১০ অগাস্ট মি প্যাড ৫(Mi Pad 5)আনছে শাওমি। নতুন ট্যাবলেটের বিষেয়ে নিশ্চিত করেছে চিনা কোম্পানি। টেক ব্লগারদের মতে, এবার ট্যাবলেটে স্টাইলাস দিতে চলেছে শাওমি।
ফোন বা ল্যাপটপের বিষয়ে জল্পনা হলেও শাওমির নতুন ট্যাবলেটের বিষয়ে সেভাবে চর্চা হয়নি টেক সাইটগুলিতে। সম্প্রতি ট্যাবলেটের ছবি প্রকাশ্যে এনেছে চিনা মাইক্রোব্লগিং সাইট উইবো।স্টাইলাসের সঙ্গে Mi Pad 5-এর ছবি প্রকাশ্যে এনেছে টেক সাইটটি। নতুন ট্যাবলেটের সঙ্গে অগাস্টের ১০ তারিখেই Mi Mix 4 লঞ্চ করবে কোম্পানি। আগামী কয়েকদিন ধরে চলবে প্রোডার্টের একাধিক টিজার।
Mi Pad 5 এর ভ্যারিয়েন্ট
অ্যাপল বা স্যামসাঙের মতোই ফ্ল্যাট ফ্রেমে নতুন ট্যাবলেট আনতে চলেছে কোম্পানি। শোনা যাচ্ছে, ট্যাবলেটে একাধিক ভ্যারিয়েন্ট আনতে পারে শাওমি। যার মধ্যে Mi Pad 5, Mi Pad 5 Lite ছাড়াও Mi Pad 5 Pro থাকতে পারে।
Mi Pad 5-এর ফিচার
ট্যাবলেটের ছবি দেখে মনে হচ্ছে, মেটাল ফ্রেমের ডিভাইস আনতে পারে শাওমি। সলিড বিল্টের সঙ্গে LTE/5G কানেক্টিভিটি থাকবে ফোনে। তবে ট্যাবের সাথেই স্টাইলাস দেওয়া হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রয়োজনে আলাদা স্টাইলাস কিনতে হতে পারে ক্রেতাকে। তিনটে ভ্যারিয়েন্টেই ১০.৯ আইপিএস এলসিডি ডিসপ্লে দিতে পারে কোম্পানি।
যাতে ১২০ হার্টজের রিফ্রেস রেট থাকতে পারে। আশা করা হচ্ছে, Mi Pad 5 ও Mi Pad 5 Pro-তে স্ন্যাপড্রাগনের ৮৭০ প্রসেসর থাকবে।পাশাপাশি Mi Pad 5 Lite-এ স্ন্যাপড্রাগন ৮৬০চিপসেট দেওয়া হতে পারে। চাইলেই ট্যাবলেটগুলিকে কিবোর্ড কভার কেস দিয়ে ল্যাপটপের মতো ব্যবহার করতে পারবেন ক্রেতারা।
সম্প্রতি ভারতে রেডমি ল্যাপটপ লঞ্চ করে শাওমি। ভারতের মোবাইল মার্কেটে সাফল্য পাওয়ার পর একাধিক প্রোডাক্ট নিয়ে এসেছে এই চিনা কোম্পানি। পাওয়ার ব্যাঙ্ক, ইয়ার বাডস ছাড়াও ফিটনেস ব্যান্ড এনেছে কোম্পানি। কম দামে বেশি ফিচার থাকায় ভারতীয় ক্রেতাদের কৌতূহল বেড়েছে শাওমির বিভিন্ন সাবপ্রডাক্টকে ঘিরে। তবে ট্যাবলেটের ভারতে লঞ্চের বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি কোম্পানি।