কলকাতা: ২০২৩ সালে বাজারে নানা সময় নানা ফোন এসেছে। কোনওটা প্রযুক্তিগত দিক থেকে সেরা, আবার কোনও ফোন দামের দিক থেকে অনেকটা সাশ্রয়ী (Pocket Friendly)। কোনও স্মার্টফোন বেশ অল্প দামেই প্রিমিয়াম ফিচার্স দেয়, আবার কোনওটা ক্যামেরার গুণমানের জন্যেই শুধু ভাল। সব মিলিয়ে দেখতে গেলে সবার সব ধরনের চাহিদার কথা মাথায় রেখেই স্মার্টফোন নির্মাতারা বিভিন্ন ফিচার্সের ফোন বাজারে আনেন। এখন হাতে খুব বেশি টাকা না থাকলে বাজেটের মধ্যেই ভাল ফোন (Best Pocket Friendly Phones) দেখতে হবে। তবে দাম যেমন কম হওয়া চাই, তেমনই ফিচার্সও কিছুটা চলনসই হওয়া দরকার। চলুন তাহলে দেখে নিই এই বছরের বেশ কিছু সস্তার ভাল ফোনের হদিশ।


Redmi 12 5G


Xiaomi ব্র্যান্ডের বৈশিষ্ট্যই হল কম দামে ভাল ফিচার্স এনে দেওয়া। ফলে এই ব্র্যান্ড দিয়েই শুরু করা যাক তালিকা। রেডমির এই মডেলটির দাম মাত্র ১১,৯৯৯ টাকা। খুব কম বাজেটের মধ্যেও এরা ৫জি ফোন বাজারে এনেছে। এই ফোনের মধ্যে রয়েছে Qualcomm Snapdragon 4 Gen 2 processor, সঙ্গে ৬.৭৯ ইঞ্চি ফুল HD স্ক্রিন আর 90Hz রিফ্রেশ রেট। ৫০০০ এমএইচ ব্যাটারি এবং ৫০+২ মেগা পিক্সেল মেন ক্যামেরা সেন্সর রয়েছে এই ফোনে যা সত্যিই চমৎকার।


Samsung Galaxy M34 5G


স্যামসাংয়ের ফোনের ফিচার্স নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। রেডমির থেকে একটু দাম বেশি হলেও এর ফিচার্সগুলি দেখলে যে কারও মন চাইবে কিনে ফেলতে চট করে। এতে Super AMOLED full-HD+ display-র সঙ্গে রয়েছে Exynos 1280 processor, 8GB RAM এবং 128GB এক্সপ্যান্ডেবল মেমোরি। ক্যামেরাতেও কম্প্রোমাইজ করেনি স্যামসাং। ৫০+৮+২ মেগাপিক্সেলের সেন্সর ক্যামেরার সঙ্গে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এই মডেলের অন্যতম আকর্ষণ। Android 13 চলছে এই মডেলে।


OnePlus Nord CE 3 Lite 5G


OnePlus-এর ফ্ল্যাগশিপ মডেলের পাশাপাশি কম দামের সাশ্রয়ী এই ফোনের মডেলগুলিও অত্যন্ত জনপ্রিয়। মাত্র ২০ হাজার টাকা বাজেটের মধ্যে OnePlus Nord সিরিজের এই ফোনগুলির মধ্যে ফিচার্সের দিক থেকে ভাল মডেল ধরা যায় OnePlus Nord CE 3 Lite 5G-কে। 6.72-inch full-HD+ display, Qualcomm Snapdragon 695 processor এবং 8GB RAM-এর সঙ্গে ১০৮+২ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা রয়েছে এই ফোনে। ব্যাটারি ব্যাক আপ ৫০০০ এমএইচ।


আরও পড়ুন: Lava Smartphone: ভারতে কবে আসছে লাভা স্টর্ম ৫জি? দাম কত হতে পারে? রইল সম্ভাব্য ফিচার


ডিসক্লেমার : প্রতিবেদনটি বিজ্ঞাপনমূলক নয়। কোনও নির্দিষ্ট প্রোডাক্ট কেনার ব্যাপারে পরামর্শ দেয় না এবিপি লাইভ। কেনাকাটা করার আগে বুদ্ধি-বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত নিন।