YouTube New Feature: আর বেশিদিনের অপেক্ষা নয়। শীঘ্রই যেকোনও ভিডিয়ো জুম (Zoom In) করে দেখার সুযোগ ইউটিউব (YouTube)। তবে কেবল ইউটিউব প্রিমিয়াম সাবক্রাইবাররাই পাবেন সুবিধা।


YouTube Update: কী করতে চলেছে কোম্পানি ?
সম্প্রতি ইউটিউবের এই বিশেষ ফিচারের খবর সামনে এনেছে টেক সাইট The Verge। সাইটে বলা হয়েছে, বর্তমানে পরীক্ষামূলকভাবে এই নতুন ফিচার শুরু করেছে কোম্পানি। ফুল স্ক্রিন ল্যান্ডস্কেপ ছাড়াও পোট্রেট মুডে যেকোনও ভিডিয়ো জুম করতে পারবেন গ্রাহক। কোম্পানির মতে, আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত ইউটিউব নতুন এই ফিচার নিয়ে পরীক্ষা নীরিক্ষা চালাবে। পরবর্তীকালে গ্রাহকদের পরামর্শের ভিত্তিতে শুরু করা হবে এই ফিচার।  


Zoom In Feature: কীভাবে পাবেন এই ফিচার ?
এই নতুন ফিচার পেতে গেলে গ্রাহকদের মোবাইল বা ওয়োবসাইট থেকে "try new features" বিভাগে যেতে হবে। সেখানে 'পিঞ্চ টু জুম' ফিচারে ক্লিক করতেই পাওয়া যাবে সব সুবিধা। 


YouTube Update: সম্প্রতি এসেছে নতুন ফিচার
তবে এই ফিচার ছাড়াও সম্প্রতি একটি নতুন ফিচার এনেছে ইউটিউব। যেখানে বড় ভিডিয়ো ছোট করার জন্য সুবিধা দিচ্ছে কোম্পানি। সেই ক্ষেত্রে বড় ভিডিয়ো এডিটের জন্য "Edit into a Short" টুল দিয়েছে ইউটিউব। ইতিমধ্য়েই অ্যন্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মে পাওয়া যাচ্ছে এই সুবিধা।  ইউটিউবের এই ৬০ সেকেন্ডের ভিডিয়োগুলিকে 'শর্টস' বলছে কোম্পানি। যার একদিনে দর্শক সংখ্যা রয়েছে ৩০ বিলিয়ন।


এদিকে, নতুন করে হ্যাকারদের নিশানায় ইউটিউবাররা (Youtuber)। ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের চ্যানেল এখন আতঙ্কের মুখে। নতুন একটি ম্যালওয়্যার (Malware) যার নাম YTStealer, এটিই মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ, ইউটিউবারদের চ্যানেলে (YouTube Channel) ঢুকে গোপন তথ্য-নথি হাতিয়ে নিচ্ছে এই ম্যালওয়্যার। মূলত ইউটিউবের কনটেন্ট ক্রিয়েটরদেরই নিশানা বানাচ্ছে এই ম্যালওয়্যার। চ্যানেল হাইজ্যাক থেকে শুরু করে কুকিজের অথেনটিফিকেশন চুরি, সবই সম্ভব এইসব ম্যালওয়্যারের দ্বারা। সিকিউরিটি রিসার্চার কোম্পানি Intezer- এর এক গবেষক Joakim Kennedy এই ম্যালওয়্যারের কার্যকলাপ লক্ষ্য করেছেন। যা নিয়ে স্বাভাবিকভাবে চিন্তা বেড়েছে কিনটেন্ট ক্রিয়েটরদের মনে।


আরও পড়ুন : Govt blocked 348 apps : আপনার গোপন নথি পাচার হচ্ছিল বিদেশে ! ৩৪৮টি অ্যাপ বন্ধ করল সরকার