Zebronics Earbuds: কানের বাইরে দিয়ে হুকের মতো আটকে থাকবে ইয়ারবাডস, একবার চার্জে চলবে ৪০ ঘণ্টা

Zeb-Pods O: ভারতে Zeb-Pods O ইয়ারবাডসের দাম ১৬৯৯ টাকা। এই ইয়ারবাডস অনলাইনে বর্তমানে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং জেব্রোনিক্স ইন্ডিয়া ই-স্টোর থেকে।

Continues below advertisement

Zebronics Earbuds: ইয়ারফোনের বিভিন্ন স্টাইলের মধ্যে ক্রেতাদের আজকাল পছন্দের শীর্ষে রয়েছে ইয়ারবাডস। সহজে কানে লাগিয়ে নেওয়া যায়। তার অর্থাৎ ওয়্যারের ঝামেলা নেই। ছোট্ট চার্জিং কেস সমেত এদিক-ওদিক নিয়ে যাওয়াও সহজ। পোশাকে একটা প্যাকেট কিংবা ব্যাগে অল্প একটু জায়গাই যথেষ্ট। সম্প্রতি ভারতে জেব্রোনিক্স সংস্থা একটি নতুন ইয়ারবাডস লঞ্চ করেছে। অন্যান্য ইয়ারবাডসের থেকে এই ডিভাইসের ডিজাইন বেশ কিছুটা আলাদা। কারণ এখানে ইন-ইয়ার নয় বরং রয়েছে ওপেন-ইয়ার ডিজাইন। কানের পিছনের অংশ দিয়ে অনেকটা হুকের মতো সেট হয়ে যাবে এই ইয়ারবাডস। মূল অংশ যুক্ত থাকবে কানের ছিদ্রের সঙ্গে। Zeb-Pods O, জেব্রোনিক্স সংস্থার নতুন ওপেন ইয়ার ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে রয়েছে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি। একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত প্রায় ৪০ ঘণ্টা এই ইয়ারবাডস চালু থাকবে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে Zeb-Pods O ইয়ারবাডসে। এই প্রথম জেব্রোনিক্স সংস্থা ভারতে লঞ্চ করল ওপেন ইয়ার ডিজাইনের ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। 

Continues below advertisement

জেব্রোনিক্সের নতুন ইয়ারবাডসের দাম কত 

ভারতে Zeb-Pods O ইয়ারবাডসের দাম ১৬৯৯ টাকা। এই ইয়ারবাডস অনলাইনে বর্তমানে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং জেব্রোনিক্স ইন্ডিয়া ই-স্টোর থেকে। কালো এবং সবুজ রঙের অপশনে পাওয়া যাবে এই ইয়ারবাডস। 

জেব্রোনিক্সের নতুন ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 

  • এই ইয়ারবাডসে রয়েছে একটি কোয়াড মাইকের সেটআপ। সেখানে ইউজাররা পাবেন এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। তার ফলে স্পষ্ট শব্দ শোনা যাবে। আশপাশের আওয়াজে অসুবিধ আহবে না। 
  • ব্লুটুথ ৫.৪ সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। Zeb-Pods O একসঙ্গে দুটো ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে। জেব্রোনিক্স সংস্থা দাবি করেছে, তাদের নতুন ইয়ারবাডস স্প্ল্যাশ প্রুফ, অর্থাৎ জলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। 
  • Zeb-Pods O ইয়ারবাডসে একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস ছাড়া প্রায় ১০ ঘণ্টা চালু থাকবে। আর চার্জিং কেস সমেত চলবে প্রায় ৪০ ঘণ্টা। মাত্র ১০ মিনিট চার্জ দিলে প্রায় ৯০ মিনিটের প্লেব্যাক টাইম পাওয়া যাবে এই ইয়ারবাডসে। টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে। Zeb-Pods O ইয়ারবাডসের ওজন ৬৯ গ্রাম। অর্থাৎ ওজনে এই ইয়ারবাডস বেশ হাল্কাই হবে। 

আরও পড়ুন- নয়েজের নতুন ইয়ারবাডস আসছে ভারতে, থাকবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার 

Continues below advertisement
Sponsored Links by Taboola