প্রসেনজিৎ সাহা, আগরতলা: দল ছাড়লেন ত্রিপুরার তৃণমূলের রাজ্য় সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। ব্য়ক্তিগত কারণে তৃণমূল ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পীযূষকান্তির দল ছাড়া নিয়ে মুখ খুলেছেন ত্রিপুরায় (Tripura News) তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বেশ কিছু দিন ধরেই দলে নিষ্ক্রিয় ছিলেন পীযূষকান্তি (Pijush Kanti Biswas)। 

Continues below advertisement

পীযূষকান্তির নেতৃত্বেই ত্রিপুরার বিধানসভা নির্বাচনে লড়েছিল তৃণমূল

ত্রিপুরায় তৃণমূলে ফের ভাঙন। সুবল ভৌমিক, আশিসলাল সিংহের পর এবার দল ছাড়লেন ত্রিপুরা তৃণমূলের আরও এক সভাপতি পীযূষকান্তি।  এ বছর জানুয়ারি মাসেই ত্রিপুরায় তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় তাঁকে। তাঁর নেতৃত্বেই ত্রিপুরার বিধানসভা নির্বাচনে লড়েছিল তৃণমূল। কিন্তু বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় ভরাডুবি হয় ঘাসফুল শিবিরের। নোটার চেয়েও কম ভোট পায় তৃণমূল। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর আর কোনও দলীয় কর্মসূচিতে দেখা যায়নি পীযূষকান্তিকে। বরং ত্রিপুরার তৃণমূলের পর্যবেক্ষক রাজীব এবং ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত সুস্মিতা দেবের বিরুদ্ধে প্রকাশ্যে সুরও চড়াতে শোনা যায় তাঁকে। অবশেষে মঙ্গলবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে চিঠি লিখে রাজ্য় সভাপতি পদ এবং দলের সদস্য়পদ থেকে পদত্য়াগের ঘোষণা করলেন পীযূষকান্তি।

Continues below advertisement

আরও পড়ুন: Parliamentary Committee on Award-Wapsi : 'পুরস্কার-ওয়াপসি' রুখতে প্রথমে সম্মতিপত্রে সই করানো হোক, প্রস্তাব সংসদীয় কমিটির

ব্য়ক্তিগত কারণে দলত্য়াগের সিদ্ধান্ত বলে জানিয়েছেন পীযূষকান্তি। যদিও দলীয় নেতৃত্বের সঙ্গে দূরত্বের কারণেই পীযূষকান্তির সঙ্গে তৃণমূলত্য়াগ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। পীযূষকান্তির দলত্যাগ নিয়ে রাজীব বলেন, "দীর্ঘদিন ধরে তিনি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন না। সক্রিয় ভাবে কোনও কাজে অংশগ্রহণ করেননি। এমনকি দলীয় অফিসে রোজ যাওয়া, কর্মীদের সঙ্গে কথা বলা, দলকে নতুন করে চাঙ্গা করা কিছুই করেননি। তিনি একেবারে নিষ্ক্রিয় ছিলেন। এতদিন কেন তিনি পদ আঁকড়ে ছিলেন এটা আমি জানি না।"

পীযূষকান্তির পদত্যাগে রাজীব বললেন, 'উনি নিষ্ক্রিয় ছিলেন' বিধানসভা উপ-নির্বাচনে ভরাডুবির পর ত্রিপুরা তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় সুবল ভৌমিককে। এর পরই দল ছাড়েন তিনি। ৫ জুলাই ১০ জন সমর্থককে নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন ত্রিপুরার দলের প্রাক্তন রাজ্য় সভাপতি আশিসলাল। তিনিও তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন। এবার দল ছাড়লেন পীযূষকান্তি। এ নিয়ে কলকাতার তৃণমূল নেতৃত্ব কোনও মন্তব্য করেননি। তবে ত্রিপুরায় তৃণমূলের সংগঠন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।