7 tay Bangla : অগ্নিপথ বিরোধিতায় আজও দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি, বিপর্যস্ত রেল পরিষেবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jun 2022 08:38 PM (IST)
অগ্নিপথ বিরোধিতায় আজও দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ুতে অগ্নিগর্ভ পরিস্থিতি। উত্তেজনা রাজধানী দিল্লিতেও। পশ্চিমবঙ্গেও জায়গায় জায়গায় অবরোধ বিক্ষোভ।
‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ, বিপর্যস্ত রেল। হাওড়া থেকে এখনও ১৩টি দূরপাল্লার ট্রেন বাতিল। বাতিল শিয়ালদা-বালিয়া, শিয়ালদা-গঙ্গাসাগর এক্সপ্রেস। শুধুমাত্র মালদা পর্যন্ত যাবে হাটেবাজারে এক্সপ্রেস। সন্ধে ৭.৫০-এর হাওড়া-গয়া এক্সপ্রেস বাতিল। রাত ৮.৩৫-এর ডিব্রুগড়-হাওড়া-দানাপুর রাজেন্দ্রনগর এক্সপ্রেস বাতিল। রাত ৯.৪৫-এর হাওড়া-কাঠগোদাম বাগ এক্সপ্রেস বাতিল। রাত ১১.২০-র হাওড়া-মোকামা এক্সপ্রেস বাতিল। রাত ১১.৫৫-র হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস বাতিল।