7 Tay Bangla (Seg-1):মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ায় অসন্তোষ, হাতাহাতিতে জড়ালেন ত্রিপুরার বিধায়করা।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহঠাত্ ইস্তফা বিপ্লব দেবের, ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতেই উত্তেজনা। বিপ্লব দেব মানিক সাহাকে উত্তরীয় পরানোর সময় হইহট্টগোল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকায় অসন্তুষ্ট মন্ত্রী রামপ্রসাদ পাল। হাতাহাতিতে জড়ালেন ত্রিপুরার মন্ত্রী ও কয়েকজন বিধায়ক। নিরাপত্তারক্ষীরা দু’পক্ষকে সরিয়ে দেয়।
ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন মানিক সাহা। মানিক সাহা ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি। মানিক সাহার নামেই সিলমোহর বিজেপি নেতৃত্বের।
‘আশাকরি আমাকে যা যা দায়িত্ব দেওয়া হয়েছে, পালন করেছি। ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হোক, সবসময় এই চেষ্টা করেছি। ত্রিপুরার উন্নয়নের জন্য সবরকম চেষ্টা করেছি। ২০২৩-এ ভোট, পার্টি চাইছে সংগঠনে দায়িত্বশীল কাউকে আনতে। সংগঠন থাকলে, তবেই সরকার থাকবে। জয়লাভ করলে, তবেই সরকার থাকবে। আগে ২০২৩-এর জন্য তৈরি হওয়া প্রয়োজন। জিতলে তো কেউ না কেউ মুখ্যমন্ত্রী হবেনই। দীর্ঘ সময়ের জন্য সরকার রাখতে আমার মতো ভাল সংগঠক দরকার। প্রত্যেকের কাজের একটা নির্দিষ্ট সময় থাকে। আমাকে যেখানেই রাখা হোক না কেন, বিপ্লব দেব সব জায়গায় ফিট’। ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ইস্তফার পর বললেন বিপ্লব দেব।