7 tay Bangla (Seg 1): নবম-দশম এসএসসি মামলায় এবার উঠে এল প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওএসডি-র নাম। Bangla News
abp ananda | 11 Mar 2022 10:23 PM (IST)
নবম-দশম এসএসসি মামলায় এবার উঠে এল প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওএসডি-র নাম। মামলায় উঠে এল পার্থ চট্টোপাধ্যায়ের অফিসার অন স্পেশাল ডিউটির নাম। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওএসডির নাম পি কে বন্দ্যোপাধ্যায়। কমিশনের প্রাক্তন উপদেষ্টা নথির প্রেক্ষিতে জানা। ‘সুপারিশ সংক্রান্ত একটি বিষয়ে দেখার জন্য লিখিতভাবে জানান ওএসডি’। হাইকোর্টে জানালেন কমিশনের প্রাক্তন উপদেষ্টা।