7 Tay Bangla : 'একই রাজ্যে একজন আমলার চাকরি করা ঠিক নয়', ডেপুটেশন বিতর্কে প্রতিক্রিয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রকের। Bangla News
abp ananda
Updated at:
21 Jan 2022 09:49 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআমলাদের ডেপুটেশনে দিল্লিতে আসাই উচিত। কেন্দ্রীয় ডেপুটেশনের ফলে আমলাদেরই উন্নতি হয়। একই রাজ্যে একজন আমলার চাকরি করা ঠিক নয়।
আইএএস, আইপিএসদের ডেপুটেশন বিতর্কে প্রতিক্রিয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রকের। মহারাষ্ট্র থেকেও কোনও আধিকারিক দিল্লি যেতে চান না। প্রতিক্রিয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্রর।
ড্রোনে নজরদারির অভিযোগে সরব তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। পুলিশের পক্ষ থেকে তাঁর বাড়ির সামনেই ড্রোন ওড়ানো হয় বলে অভিযোগ। দল ও লোকসভা স্পিকারের কাছে অভিযোগ জানাবো : দিব্যেন্দু অধিকারী। দলের পক্ষ থেকে কোনও বিষয়েই আমার সঙ্গে যোগাযোগ করা হয় না। পুলিশ প্রশাসনই এব্যাপারে প্রকৃত কারণ বলতে পারবে, দাবি তৃণমূল নেতৃত্বের।